আরও পড়ুনঃ তৃণমূল কংগ্রেসের সভাপতির নামও অযোগ্যদের তালিকায়! ‘বিচার করবে…’ যা জানালেন তৃণমূল নেতা
ইতিমধ্যেই প্রতিষ্ঠানের পক্ষ থেকে অফিশিয়াল ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ওয়াক ইন ইন্টারভিউ-এর মধ্য দিয়ে নিয়োগ করা হবে ইতিহাসে অধ্যাপনার জন্য। যেখানে আবেদনকারীর সাঁওতালি মাধ্যমে পড়াশোনা ও বিষয় দক্ষতা থাকা উচিত। চলতি শিক্ষাবর্ষে গেস্ট লেকচারার পদে নিয়োগ করা হবে এই বিশ্ববিদ্যালয়ে।
advertisement
জানা গিয়েছে, স্নাতকোত্তর বিভাগে ৫৫ শতাংশ নম্বর থাকলেই আবেদন জানান যাবে। শুধু তাই নয়, আবেদনকারীকে ইউজিসি নেট অথবা সেট এর মত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক।আবেদনকারীকে সাঁওতালি ভাষায় দক্ষ হতে হবে। শুধু তাই নয়, পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা দফতরের নিয়ম অনুযায়ী, বিশেষ ক্ষেত্রে বয়সের ছাড় রয়েছে। আগামী নয় সেপ্টেম্বর ২০২৫-এ বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ইন্টারভিউর মধ্য দিয়ে নিয়োগ করা হবে গেস্ট লেকচারার পদে। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, সাত সেপ্টেম্বর এর মধ্যে বায়োডাটা সমেত আবেদন জানাতে হবে।
আবেদন জানানোর জন্য প্রতিষ্ঠানের দেওয়া hod_history@mail.vidyasagar.ac.in মেইল আইডিতে আবেদন জানাতে হবে। ৯ সেপ্টেম্বর সকাল ১১.৩০ থেকে শুরু হবে ইন্টারভিউ। বিশদে জানতে বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত মূল বিজ্ঞপ্তিটি দেখতে পারেন।