SSC: তৃণমূল কংগ্রেসের সভাপতির নামও অযোগ্যদের তালিকায়! ‘বিচার করবে...’ যা জানালেন তৃণমূল নেতা
- Published by:Salmali Das
- news18 bangla
Last Updated:
SSC: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বর্তমানে তিনি সবংয়ের মোহাড় হাইস্কুলের শিক্ষকতা করতেন। নিউজ ১৮-কে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান তিনি যোগ্য না অযোগ্য মানুষজন, স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা বিচার করবে।
পশ্চিম মেদিনীপুর: পশ্চিম মেদিনীপুর জেলার পিংলা ব্লকের জলচক ২ নং অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। বর্তমানে তিনি সবংয়ের মোহাড় হাইস্কুলের শিক্ষকতা করতেন। নিউজ ১৮-কে ফোনে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান তিনি যোগ্য না অযোগ্য মানুষজন, স্কুলের শিক্ষক এবং পড়ুয়ারা বিচার করবে।
তিনি আরও বলেন যোগ্যতা প্রমাণের জন্য যেখানে বসতে বলবেন তিনি বসবেন। তারপরেও এসএসসি কেন এমন করল তিনি জানেন না। কান্না গলায় জানালেন চাকরিহারা অযোগ্য শিক্ষক তথা তৃণমূলের অঞ্চল সভাপতি অজয় মাজি।
advertisement
advertisement
সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। সাতদিনের মধ্যেই অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। শনিবারই সেই তালিকা প্রকাশ করা হবে, তা শুক্রবারই জানায় রাজ্য। সেই মতো শনিবার সন্ধ্যায় অযোগ্যদের তালিকা প্রকাশ করে স্কুল সার্ভিস কমিশন। মোট ১ হাজার ৮০৪ জনের নাম প্রকাশ হয়েছে। তালিকায় রয়েছে অযোগ্যদের নাম, রোল এবং সিরিয়াল নম্বরও।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 31, 2025 5:14 PM IST