আইটি পরিষেবার সঙ্গে যুক্ত ফ্রেশার বা অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীরা টাটা কনসালটেন্সি সার্ভিসেসে কাজ করতে আগ্রহী হলে আবেদনের জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আরও পড়ুন- রিজার্ভ ব্যাঙ্কের অধীনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন শীঘ্র জানুন
সম্প্রতি প্রকাশিত তথ্য অনুসারে, তথ্য প্রযুক্তি জায়ান্ট টাটা কনসালটেন্সি সার্ভিসেসের (TCS) এর একত্রিত নেট মুনাফা ১২.২ শতাংশ বেড়ে ৯,৭৬৯ কোটি টাকা হয়েছে চলতি আর্থিক বছরের ডিসেম্বর, ২০২১ শেষ হওয়ার প্রাক্কালে। এর সঙ্গে, আগের অর্থবছরের একই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর) কোম্পানির নিট মুনাফা ছিল ৮,৭০১ কোটি টাকা।
advertisement
গত অর্থবছরে এই কোম্পানিটিতে ৪০ হাজার নতুন লোক নিয়োগ করা হয়েছে।
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: টাটা কনসালটেন্সি সার্ভিসেস (Tata Consultancy Services)
পদের নাম: কিছু জানানো হয়নি
শূন্যপদের সংখ্যা: ১ লক্ষ
কাজের স্থান: কলকাতা, মুম্বই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ু সহ অন্যান্য স্থান
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: কিছু জানানো হয়নি
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
TCS Recruitment 2022: নিয়োগের পরিসংখ্যান
খনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী টাটা কনসালটেন্সি সার্ভিসেসের অধীনে প্রচুর পদে কর্মীদের নিয়োগ করা হয়েছে। এরকম কিছু নিয়োগের পরিসংখ্যান নিচে দেওয়া হল-
-প্রথমার্ধে ৪৩০০০ ফ্রেশার নিয়োগ।
-অক্টোবর-ডিসেম্বরের প্রান্তিকে ৩৪০০০ ফ্রেশার নিয়োগ।
তৃতীয় প্রান্তিকে ২০০০০ অ্যাপয়েন্টমেন্ট।
চতুর্থ প্রান্তিকে ৩০০০০ নিয়োগ করা যেতে পারে।
TCS Recruitment 2022: চাকরির অবতরণের হার কেমন ছিল?
তৃতীয় পর্যায়ে ১৫-৩ শতাংশ।
- দ্বিতীয় পর্যায়ে ১১.৯ শতাংশ।
TCS Recruitment 2022: অন্যান্য তথ্য
টাটা কনসালটেন্সি সার্ভিসেস হল একটি ভারতীয় বহুজাতিক তথ্য প্রযুক্তি পরিষেবা এবং পরামর্শকারী সংস্থা যার দফতর অবস্থিত রয়েছে ভারতের বিভিন্ন বড় বড় শহর যেমন কলকাতা, মুম্বই, মহারাষ্ট্র, চেন্নাই, তামিলনাড়ুতে।
আরও পড়ুন- ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ মেডিক্যাল সার্ভিসেস রিক্রুটমেন্ট বোর্ডে! জানুন
২০২১ সালের ফেব্রুয়ারি পর্যন্ত বাজারদর হিসেবে TCS-কে বিশ্বের বৃহত্তম আইটি পরিষেবা প্রদানকারী সংস্থা হিসেবে চিহ্নিত করা হয়েছে।