RBI Recruitment 2022: রিজার্ভ ব্যাঙ্কের অধীনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন শীঘ্র জানুন
- Published by:Swaralipi Dasgupta
Last Updated:
RBI Recruitment 2022: প্রার্থীদের আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে।
#কলকাতা: সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ডের (Reserve Bank of India Services Board) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে ম্যানেজার (Manager) সহ অন্যান্য পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
RBI Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৪ ফেব্রুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
RBI Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৪টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
RBI Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
লিগ্যাল অফিসার গ্রেড বি | ২টি পদ |
ম্যানেজার (টেকনিক্যাল- সিভিল) | ৬টি পদ |
ম্যানেজার (টেকনিক্যাল- ইলেকট্রিক্যাল) | ৩টি পদ |
লাইব্রেরি প্রফেশনালস গ্রেড এ (অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান) | ১টি পদ |
আর্কিটেক্ট গ্রেড এ | ১টি পদ |
আরবিআই কলকাতা মিউজিয়াম কিউরেটর | ১টি পদ |
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া সার্ভিসেস বোর্ড (Reserve Bank of India Services Board)
পদের নাম: ম্যানেজার সহ অন্যান্য পদ
শূন্যপদের সংখ্যা: ১৪
কাজের স্থান: কলকাতা
কাজের ধরন: কিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতি: কিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু: বর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
advertisement
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন
আবেদনের শেষ দিন: ০৪.০২.২০২২
RBI Recruitment 2022: আবেদনের যোগ্যতা
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয় এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির মাধ্যমে জানতে পারেন-
advertisement
RBI Recruitment 2022: আবেদন ফি
জেনারেল ক্যাটাগরি/ওবিসি/ অর্থনৈতিক ভাবে অনগ্রসর ক্যাটাগরির প্রার্থীদের জন্য আবেদনের ফি ৬০০ টাকা এবং তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের জন্য ১০০ টাকা আবেদন ফি ধার্য করা হয়েছে। ফি/ইনটিমেশন চার্জ মকুব করা হয়েছে শুধুমাত্র RBI-এর সেই কর্মচারীদের জন্য (স্টাফ) যারা ব্যাঙ্কের দ্বারা আলাদাভাবে নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করবে।
Location :
First Published :
January 17, 2022 3:04 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
RBI Recruitment 2022: রিজার্ভ ব্যাঙ্কের অধীনে প্রচুর পদে নিয়োগ! কী ভাবে আবেদন করবেন শীঘ্র জানুন