Recruitment 2022: টাটা মেমোরিয়াল সেন্টারের অধীনে প্রচুর নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। (Recruitment 2022)
#বারাণসী: সম্প্রতি টাটা মেমোরিয়াল সেন্টারের (Tata Memorial Centre) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বারাণসীর হোমি ভাবা ক্যানসার হাসপাতাল/ মহামান্য পণ্ডিত মদনমোহন মালব্য ক্যানসার সেন্টারে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2022)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2022)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা টাটা মেমোরিয়াল সেন্টারের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2022)।
TMC Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ৩১ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। আবেদন করতে হবে অনলাইনে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
TMC Recruitment 2022: শূন্যপদের সংখ্যা
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৩টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে। প্রার্থীদের মূলত প্রতিষ্ঠানের অধীনে ন পদে নিয়োগ করা হবে।
যে প্রার্থীরা পদগুলির জন্য আবেদন করতে চান তাঁরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে বিস্তারিত অফিসিয়াল ওয়েবসাইট মারফত জানতে পারেন।
advertisement
আরও পড়ুন: ৩২,০০০ শূন্যপদে প্রাথমিক ও উচ্চপ্রাথমিকে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ, আজই আবেদন করুন...
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | টাটা মেমোরিয়াল সেন্টার (Tata Memorial Centre) |
পদের নাম: | অ্যাসিস্ট্যান্ট প্রফেসর |
শূন্যপদের সংখ্যা: | ১৩ |
কাজের স্থান: | বারাণসীর হোমি ভাবা ক্যানসার হাসপাতাল/ মহামান্য পণ্ডিত মদনমোহন মালব্য ক্যানসার সেন্টার |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু: | বর্তমানে চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | কিছু জানানো হয়নি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
আবেদনের শেষ দিন: ৩১.০১.২০২২
TMC Recruitment 2022: শূন্যপদের বিস্তারিত বিবরণ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (নিউক্লিয়ার মেডিসিন)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর (রেডিওডায়াগনসিস)- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই মেডিক্যাল অঙ্কোলজি (পেডিয়াট্রিক)- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই মেডিক্যাল অঙ্কোলজি (গ্যাসট্রোএন্ট্রোলজি)- ২টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই (ট্রান্সফুয়েশন মেডিসিন)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই মেডিক্যাল অঙ্কোলজি (বোন ম্যারো ট্রান্সপ্ল্যান্ট)- ১টি পদ
advertisement
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই মেডিক্যাল অঙ্কোলজি (অ্যাডাল্ট হেমটোলিমফয়েড)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই সার্জিক্যাল অঙ্কোলজি (নিউরো সার্জারি)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই (প্লাস্টিক সার্জারি)- ১টি পদ
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর ই রেডিয়েশন অঙ্কোলজি- ১টি পদ
Location :
First Published :
January 13, 2022 6:02 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2022: টাটা মেমোরিয়াল সেন্টারের অধীনে প্রচুর নিয়োগ, আবেদনের শেষ দিন ৩১ জানুয়ারি