TRENDING:

NEET 2025: নিটে সফল কোচবিহারের কৃষক পরিবারের ছেলে তৌকির হোসেন! উচ্ছ্বসিত গ্রামবাসীরা

Last Updated:

NEET 2025: ছোট বেলা থেকেই পড়াশোনার প্রতি অসম্ভব ঝোঁক ছিল তৌকিরের। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও চিকিৎসক হতে চাইত সে। পরিবারের অন্যান্য সদস্যরা ভাবতেন ছেলেমানুষি করছে। কিন্তু নিট পরীক্ষায় সফল হয়ে ছোটবেলার স্বপ্ন বাস্তবায়িত করতে চলেছে কোচবিহারের ছেলে তৌকির হোসেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
আলিপুরদুয়ার: ছোটবেলা থেকেই পড়াশোনার প্রতি অসম্ভব ঝোঁক ছিল তৌকিরের। দরিদ্র কৃষক পরিবারের সন্তান হয়েও চিকিৎসক হতে চাইত সে। পরিবারের অন্যান্য সদস্যরা ভাবতেন ছেলেমানুষি করছে। কিন্তু নিট পরীক্ষায় সফল হয়ে ছোটবেলার স্বপ্ন বাস্তবায়িত করতে চলেছে কোচবিহারের ছেলে তৌকির হোসেন। তাঁর বাড়ি কোচবিহার ১ নম্বর ব্লকের কেটারহাট গ্রাম পঞ্চায়েত এলাকার আনন্দ বাজার গ্রামে। ছোট বেলা থেকে বাড়ি লাগোয়া একটি স্কুলেই তাঁর লেখা পড়া সম্পন্ন হয়েছে।
advertisement

আরও পড়ুনঃ রকেটের গতিতে ওজন ঝরবে! এই জিনিসের লুচি-পরোটা খান, শুষে নেয় শর্করা, তরতর করে কমবে সুগার লেভেল! অ‍্যাসিডিটি গায়েব চিরতরে

মাধ্যমিক পাশ করার পর একাদশ শ্রেণীতে আল আমিন মিশনে ভর্তি হয় সে। সেখান থেকে ৯১ শতাংশ নম্বর নিয়ে উচ্চ মাধ্যমিক পাস করে। এরপর প্রস্তুতি শুরু হয় নিট পরীক্ষার। গত বছর পরীক্ষা দিলেও কিছু জটিলতার কারনে সফল হতে পারেনি সে। এবার পরীক্ষায় বসে ভাল র‍্যাঙ্ক করতে সক্ষম হয়েছে তৌকির হোসেন। তার এই সফলতার খবর গ্রামে ছড়িয়ে পড়তে খুশির হাওয়া এলাকায়। এই বিষয়ে তৌকির হোসেন জানায়, “আমাদের এলাকায় চিকিৎসা ব্যবস্থা উন্নত নয়। ছোটবেলায় চিকিৎসকের কাছে যেতে হলে শহরে যেতে হত।তখন থেকে ভাবতাম চিকিৎসক হব। অনেকটা কষ্ট করে এই জায়গাতে এসেছি।”

advertisement

View More

তাঁর এই সফলতার কথা জেনে এলাকার জনপ্রতিনিধিরা এসে তৌকিরের সঙ্গে কথা বলেন। জানা গিয়েছে এই এলাকায় এবার প্রথম কেউ ডাক্তার হতে চলেছে। যা এলাকার গর্ব। তৌকির এর বাবা কৃষি কাজ করেন। মা আশা কর্মী। তাঁদের কথায়, ছোট বেলা থেকেই তৌকির মেধাবী ছিল। তাই তাঁকে নিয়ে অনেক আশা ছিল।ছেলে চিকিৎসক হয়ে গ্রামের মানুষের সেবা করবে এটাই তাঁদের চাওয়া।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Annanya Dey

বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET 2025: নিটে সফল কোচবিহারের কৃষক পরিবারের ছেলে তৌকির হোসেন! উচ্ছ্বসিত গ্রামবাসীরা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল