হালিশহর নান্না হসপিটাল রোডের বাসিন্দা নিশিত পাল ও শিপ্রা পালের একমাত্র সন্তান শুভ্রদীপ। রেলে চাকরির সুবাদে ছেলের পড়াশোনায় খুব বেশি সময় দিতে পারতেন না বাবা। ফলে মা-কেই অধিকাংশ সময় ছেলের সবদিক সামলাতে হত। ছোটবেলা থেকেই মেধাবী শুভ্রদীপ, অকপটে স্বীকার করেছেন বাবা-মাও। জয়েন্টের ফল ভাল হবে আশা করেছিলেন, তবে ছেলে যে রীতিমতো র্যাঙ্ক করবে, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না পাল পরিবারের।
advertisement
আরও পড়ুনঃ ঘনীভূত বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি বিকেলেই, কলকাতা-সহ কোন জেলা ভাসবে?
কাউন্সেলিংয়ের জন্য বর্তমানে বাইরে রয়েছে ছেলে। এই অবস্থায় হালিশহরের বাড়িতে সাফল্যের এই খবর আসতেই খুশি সকলে। পাড়া-প্রতিবেশীরাও রীতিমতো এলাকার এই ছেলের সাফল্যে গর্বিত। শান্ত ও নম্র স্বভাবের শুভ্রদীপ আগামীদিনে আরও এগিয়ে যাক উচ্চশিক্ষায়, এখন সেই কামনাই করছেন সকলে।
Rudra Narayan Roy