Weather: ঘনীভূত বজ্রগর্ভ মেঘে ঝেঁপে বৃষ্টি বিকেলেই, কলকাতা-সহ কোন জেলা ভাসবে? কোন জেলায় বাড়বে গরম? আলিপুরের আপডেট
- Published by:Shubhagata Dey
- news18 bangla
- Reported by:BISWAJIT SAHA
Last Updated:
Weather: কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে, গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল। রাতে স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা...
advertisement
advertisement
*মৌসুমী অক্ষরেখা রত্নগিরি সোলাপুর হয়ে মেডক বিজয়নগরম পর্যন্ত বিস্তৃত। অক্ষরেখার অন্য অংশ ইসলামপুরেই থমকে রয়েছে। আগামী তিন-চারদিনে তেলেঙ্গনা, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা ও ছত্তিশগড়ে ঢুকে পড়বে মৌসুমী বায়ু। পশ্চিম মধ্য ও উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে এগোচ্ছে মৌসুমী বায়ু। আগামী তিনদিনের মধ্যে মুম্বই শহরেও ঢুকে পড়বে বর্ষা। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
*আজ পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়াতে বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস বইবে, বাকি জেলাতেও বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সামান্য সম্ভাবনা। বজ্রপাতের আশঙ্কা থাকবে। হট এবং হিউমিড ওয়েদার থাকবে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে। ফাইল ছবি।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
*কলকাতায় আংশিক মেঘলা আকাশ। তাপমাত্রা বাড়বে, গরম আর আর্দ্রতাজনিত অস্বস্তিতে নাজেহাল। সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তি। বেলা যত বাড়বে ততই অস্বস্তি বাড়বে পাল্লা দিয়ে। উইকেন্ডে অস্বস্তি চরমে উঠবে। রাতে স্থানীয় বর্জ্রগর্ভ মেঘ থেকে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ফাইল ছবি।
advertisement
*আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেশি। গতকাল বিকেলে সর্বোচ্চের তুলনায় ১.৮ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ৫৪-৯০ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় কলকাতা শহরে তাপমাত্রা থাকবে ২৮-৩৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়েছে এক মিলিমিটার। ফাইল ছবি।
advertisement
*উত্তর-পশ্চিম ভারত থেকে পূর্ব ভারত পর্যন্ত হিট ওয়েব পাথ তৈরি হয়েছে। ৪২-৪৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে মধ্যপ্রদেশ, বিদর্ভ, হরিয়ানা, চন্ডিগড়, দিল্লি এবং উত্তর প্রদেশের কিছু অংশে। ৪০-৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে ওড়িশা, ছত্তিশগড় এবং গুজরাতে। হিট ওয়েব বা তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, পঞ্জাব, হরিয়ানা, বিহার এবং ওড়িশায়। ফাইল ছবি।
advertisement