এ বছর এই স্কুল থেকে ১৫৬ জন ছাত্র পরীক্ষা দিয়েছিল। এদিন প্রান্তিককে নিয়ে স্কুলের শিক্ষক শিক্ষিকা এবং অন্যান্যরা আনন্দে মেতে ওঠেন। খবর পেয়ে স্কুলে ছুটে যান প্রাক্তন পৌরপ্রধান স্বপন নন্দী, কাউন্সিলর তথা স্কুল পরিচালন সমিতির সভাপতি প্রদীপ সিংহ রায় সহ বহু বিশিষ্টজন। স্কুলের প্রধান শিক্ষক বিকাশ রায় অবশ্য স্কুলের এই ভালো ফলের জন্য সমস্ত কৃতিত্ব দিয়েছেন সহকারী প্রধান শিক্ষক রোহিন্দ্রনাথ টুডু এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকাদের।
advertisement
আরও পড়ুন: বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?
এই বিষয়ে প্রধান শিক্ষক জানান, প্রান্তিক গঙ্গোপাধ্যায় রাজ্যের মধ্যে সপ্তম স্থান অধিকার করে স্কুল তথা আরামবাগ মহকুমা জুড়ে সাফল্য এনেছে। এই ফলাফলে স্কুলের শিক্ষক শিক্ষিকারা বেজায় খুশি। আগামী দিনের সকল ছাত্রই ভবিষ্যতে দিকে ভাল বিষয়ে এগিয়ে যায় তার জন্য আশীর্বাদ করেছেন।
শুভজিৎ ঘোষ