2000 currency notes: বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?

Last Updated:

কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ছাপানো বন্ধ হলেও ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে না৷

মুম্বাই: অনেক দিন ধরেই জল্পনা চলছিল। শেষ পর্যন্ত ২০০০ টাকার নোট বাতিলই করে দিল রিজার্ভ ব্যাঙ্ক৷ রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হল, ২০০০ টাকার নোট আর ছাপবে না তারা৷
তবে কেন্দ্রীয় ব্যাঙ্ক জানিয়ে দিয়েছে, ছাপানো বন্ধ হলেও ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে না৷ আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত ব্যাঙ্কে গিয়ে ২০০০ টাকার নোট বদলে নিতে পারবেন সাধারণ মানুষ৷ আগামী ২৩ মে থেকে ব্যাঙ্কগুলিতে এই সুবিধা মিলবে৷ তবে একবারে ২০০০ টাকার নোটে ২০ হাজার টাকার বেশি বদলানো যাবে না৷
advertisement
advertisement
সাধারণ মানুষকে যাতে নতুন করে আর ২০০০ টাকার নোট গ্রাহকদের না দেওয়া হয় ব্যাঙ্কগুলিকে সেই নির্দেশও দেওয়া হয়েছে৷ ২০০০ টাকার নোটের ভবিষ্যৎ নিয়ে অনেক দিন ধরেই জল্পনা চলছিল৷ ২০১৮-১৯ সালেই ২০০০ টাকার নোট ছাপানো বন্ধ করে দিয়েছিল রিজার্ভ ব্যাঙ্ক৷
রিজার্ভ ব্যাঙ্কের পক্ষ থেকে জানানো হয়েছে, যে উদ্দেশ্য নিয়ে ২০০০ টাকার নোট বাজারে আনা হয়েছিল, তা পূরণ হয়েছে৷ কারণ সেই সময়  বাজারে কম মূল্যের নোটের সরবরাহ কম ছিল৷ সেই ঘাটতি পূরণ করেছিল ২০০০ টাকার নোট৷ যদিও বর্তমানে অন্যান্য নোটের সরবরাহ পর্যাপ্ত রয়েছে৷ সেই কারণেই ২০০০ টাকার নোট বাতিল করা হচ্ছে৷
advertisement
আরবিআই আরও জানিয়েছে, ২০০০ টাকার ৮৯ শতাংশ নোটই ২০১৭ সালের আগে ছাপানো৷ ফলে সেগুলির চার-পাঁচ বছরের যে স্বাভাবিক আয়ু তা ইতিমধ্যেই ফুরিয়েছে৷ ২০২৩ সালের ৩১ মার্চের হিসাব অনুযায়ী, এই মুহূর্তে বাজারে যে সংখ্যক ২০০০ টাকার নোট রয়েছে তাঁর মূল্য ৩.৬২ লক্ষ কোটি টাকা৷ আরবিআই-এর এই ঘোষণায় অনেকেরই ২০১৬ সালে মোদি সরকারের নোট বাতিলের কথা মনে পড়ছে৷
view comments
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
2000 currency notes: বাতিল হল ২০০০ টাকার নোট, জানিয়ে দিল RBI! ব্যাঙ্ক থেকে কীভাবে বদল, কতদিন সুযোগ?
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement