SBI SO Recruitment 2022: আবেদনের তারিখ
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৭ মে, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। অনলাইন আবেদন করতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: দারুণ খবর, সন্তানের নামের তালিকা তৈরি! দীপিকার সঙ্গে আলোচনা চলছে রণবীরের
আরও পড়ুন: দেশি দিদার পুষ্পার 'স্বামী স্বামী' গানে সে কী নাচ! সুপার ভাইরাল ভিডিও
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (State Bank of India) |
পদের নাম: | স্পেশালিস্ট অফিসার ও অন্যান্য |
শূন্যপদের সংখ্যা: | ২৯ |
কাজের স্থান: | ভারত |
কাজের ধরন: | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি: | লিখিত পরীক্ষার মাধ্যমে |
আবেদন শুরু তারিখ: | চলছে |
শিক্ষাগত যোগ্যতা: | বিশদ দেখুন |
বেতনক্রম: | বিশদ দেখুন |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
আবেদনের শেষ তারিখ: ১৭.০৫.২০২২
SBI SO Recruitment 2022: নির্বাচন পদ্ধতি
প্রার্থীদের লিখিত পরীক্ষার মাধ্যমে নির্বাচন করা হবে। আগামী ২৫ জুন, ২০২২ তারিখে লিখিত পরীক্ষা নেওয়া হবে।
SBI SO Recruitment 2022: শূন্যপদের বিবরণ
প্রতিষ্ঠানের তরফে মোট ২৯টি পদ রয়েছে বলে জানানো হয়েছে।
সিস্টেম অফিসার (টেস্ট ইঞ্জিনিয়ার) জেএমজিএস-১- ২টি পদ
সিস্টেম অফিসার (ওয়েব ডেভেলপার) জেএমজিএস-১- ১টি পদ
সিস্টেম অফিসার (পারফরমেন্স/সিনিয়র অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার) এমএমজিএস-২- ১টি পদ
সিস্টেম অফিসার (প্রজেক্ট ম্যানেজার) এমএমজিএস-৩- ২টি পদ
সিস্টেম অফিসার (প্রজেক্ট ম্যানেজার) এমএমজিএস-৪- (টেস্ট ইঞ্জিনিয়ার)
একজিকিউটিভ (টেস্ট ইঞ্জিনিয়ার)- ৬টি পদ
একজিকিউটিভ (ইন্টার্যাকশন ডিজাইনার)- ৩টি পদ
একজিকিউটিভ (ওয়েব ডেভেলপার)- ১টি পদ
একজিকিউটিভ (পোর্টাল অ্যাডমিনিস্ট্রেটার)- ৩টি পদ
সিনিয়র একজিকিউটিভ (পারফরমেন্স/অটোমেশন টেস্ট ইঞ্জিনিয়ার)- ৩টি পদ
সিনিয়র একজিকিউটিভ (ইন্টারেকশন ডিজাইনার)- ২টি পদ
সিনিয়র একজিকিউটিভ (প্রজেক্ট ম্যানেজার)- ৩টি পদ
সিনিয়র স্পেশাল একজিকিউটিভ (প্রজেক্ট ম্যানেজার)- ১টি পদ