Viral Video: দেশি দিদার পুষ্পার 'স্বামী স্বামী' গানে সে কী নাচ! সুপার ভাইরাল ভিডিও
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
এই দিদার নাচ যেন বিশেষ ভাবে নজর কেড়েছে সকলের। কারণ, অবশ্যই তাঁর নাচের স্টাইল। (Viral Video)
#কলকাতা: কথায় বলে, বয়স শুধুমাত্র একটা সংখ্যামাত্র। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেশি দিদা সেই কথাই যেন প্রমাণ করে দিলেন। গত কয়েক মাস ধরেই সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলে বয়স্কদের নাচের ভিডিও চোখে পড়ছে নেটিজেনের। কিন্তু তারই মধ্যে এই দিদার নাচ যেন বিশেষ ভাবে নজর কেড়েছে সকলের। কারণ, অবশ্যই তাঁর নাচের স্টাইল। (Viral Video)
advertisement
advertisement
অল্লু অর্জুনের জনপ্রিয় ছবি 'পুষ্পা: দ্য রাইজ'-এর রশ্মিকা মন্দানার গান 'স্বামী স্বামী'-তে নেচে একেবারে তাক লাগিয়ে দিয়েছেন এই বৃদ্ধা। তাঁর সঠিক বয়স না জানা গেলেও, এই নাচের গানে এমন নাচ করেছেন তিনি যে, ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে নেটপাড়ায়। মৌনিকা যাদবের গাওয়া 'বলম স্বামী'-তে দিদার এমন ঠুমকা জাস্ট অপূর্ব লিখেছেন নেটিজেনরা। যদিও ভিডিওটি কোথায় তোলা, তা জানা যায়নি।
advertisement
আরও পড়ুন: কী কাণ্ড! আচমকা লোডশেডিংয়ে অদলবদল হয়ে গেল বর-কনে! তার পর?
view commentsইনস্টাগ্রামে গিদ্দা কোম্পানি নামে একটি অ্যাকাউন্টে এটি শেয়ার করা হয়েছে। এমন ভাবে তিনি নাচ করছেন, যেন তাঁকে কেউ দেখতেই পাচ্ছে না। প্রায় ১ লক্ষ বার চালানো হয়েছে এই ভিডিও। মুহূর্তের মধ্যে ভাইরাল ভিডিও হয়েছে দিদার নাচ। নেটিজেনরা অনেকেই আবেদন করেছেন, এই দিদার আরও নাচের ভিডিও শেয়ার করতে। কেউ কেউ আবার দিদার সঙ্গে নোরা ফতেহির তুলনা করেছেন। দিদার থেকেই নোরা এমন এনার্জি পান বলে লিখেছেন এক ইউজার।
Location :
First Published :
May 10, 2022 2:05 PM IST
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Viral Video: দেশি দিদার পুষ্পার 'স্বামী স্বামী' গানে সে কী নাচ! সুপার ভাইরাল ভিডিও