UP Gang Rape Case: বিয়ের কার্ড বিলি করতে বেরিয়ে গণধর্ষণের শিকার! ঝাঁসিতে ভয়ঙ্কর ঘটনা
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মারাত্মক এই ঘটনা শুনে হতবাক সকলেই। (UP Gang Rape Case)
#ঝাঁসি: উত্তরপ্রদেশে ফের যুবতীকে গণধর্ষণের অভিযোগ। ঝাঁসির এই ঘটনা শুনে চমকে উঠছেন সকলে। পুলিশ সূত্রে খবর, ১৮ বছরের ওই যুবতী নিজের বিয়ের কার্ড বিলি করতে গিয়ে গণধর্ষণের শিকার হন। ৩ জনে তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ এবং সেখান থেকে যুবতীকে মধ্যপ্রদেশে এক নেতার বাড়িতে পাচার করে দেওয়া হয়। মারাত্মক এই ঘটনা শুনে হতবাক সকলেই। (UP Gang Rape Case)
যুবতীর দাবি, গণধর্ষণের পর এক অভিযুক্ত তাঁকে এক রাজনৈতিক দলের নেতার কাছে নিয়ে যায় এবং জোর করে তাঁকে গ্রামের এক প্রতিবেশীর বাড়িতে থাকতে বাধ্য করে। সেটি মধ্যপ্রদেশের দাতিয়া গ্রামে এক ব্যক্তির বাড়ি। পুলিশের কাছে যুবতীর দাবি, গত ১৮ এপ্রিল গ্রামেরই তিন যুবক তাঁকে গণধর্ষণ করে। সেই সময় বিয়ের কার্ড বিলি করতে যাচ্ছিলেন তিনি। ২১ এপ্রিল তাঁর বিয়ে ঠিক হয়েছিল।
advertisement
advertisement
যুবতীর আরও দাবি, সেখান থেকে তাঁকে অন্য কোথাও নিয়ে গিয়ে কয়েকদিন আটকে রাখা হয়। পরে এক নেতার হাতে তুলে দেওয়া হয়। ঝাঁসিতেই সেই নেতা তাঁকে আরও কয়েকদিন বন্দি করে রাখে। পরে মধ্যপ্রদেশের দাতিয়ায় এক প্রতিবেশীর বাড়িতে থাকার জন্য যুবতীকে পাচার করে ওই নেতা। পুলিশের দাবি, দাতিয়া থেকে কোনও মতে নিজের বাবাকে ফোন করে যুবতী এবং ঘটনার কথা জানায়।
advertisement
আরও পড়ুন: শেষকৃত্য সেরে ফেরার পথে মারাত্মক দুর্ঘটনা, মৃত ১! আহত বহু
পরে পাথারি গ্রাম থেকে পুলিশের সহায়তায় মেয়েকে উদ্ধার করা হয়। তেহরুলি সার্কেল অফিসার অনুজ সিং জানিয়েছেন, যুবতী কয়েকজন যুবকের বিরুদ্ধে অপহরণ, গণধর্ষণ ও তাঁকে বিক্রি করে দেওয়ার অভিযোগ করেছেন। যুবতীর বয়ানের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 12:43 PM IST