Ranveer Singh Deepika Padukone: দারুণ খবর, সন্তানের নামের তালিকা তৈরি! দীপিকার সঙ্গে আলোচনা চলছে রণবীরের
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
স্ত্রী দীপিকার সঙ্গে সন্তানের নামকরণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন রণবীর সিং। (Ranveer Singh Deepika Padukone)
#মুম্বই: বলিউডের অন্যতম সেরা জুটি রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। ভালোবাসার বিষয়ে কোনও রাখঢাক নেই, প্রেমপর্ব চলাকালীনও কোনওদিন লুকিয়ে রাখেননি নিজেদের সম্পর্কের কথা। বলিউডের সেরার সেরা দম্পতি কি এবার সন্তান নিয়ে ভাবছেন? তাঁরা কি শীঘ্রই বাবা-মা হতে চলেছেন? সে বিষয়ে সরাসরি এখনও কিছু না জানালেও, স্ত্রী দীপিকার সঙ্গে সন্তানের নামকরণ নিয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন রণবীর সিং। (Ranveer Singh Deepika Padukone)
সম্প্রতি একটি সাক্ষাৎকারে রণবীর সিং বাচ্চাদের প্রতি তাঁর ভালোবাসার কথা জাহির করেছেন। তাঁকে মেয়ের বাবা হওয়া নিয়ে প্রশ্ন করা হয়, বলা হয় মেয়ে হলে কী নাম রাখবেন? এই প্রশ্নের উত্তরে 'জয়েশভাই জোরদার' নায়ক রণবীর সিং জানিয়েছেন, এ নিয়ে তিনিও খুবই চিন্তা করেন। এবং সেই সঙ্গে তাঁর দাবি, স্ত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে সন্তানদের নামকরণ নিয়ে তাঁর আলোচনাও হয়। তারপরই তিনি বলেন, সন্তানদের নামের তালিকা তৈরি করেছেন তিনি।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: কী কাণ্ড! আচমকা লোডশেডিংয়ে অদলবদল হয়ে গেল বর-কনে! তার পর?
সাক্ষাৎকারে রণবীর বলেছেন, 'হ্যাঁ, আমি নাম নিয়ে সারাক্ষণ ভাবি। কেন জানি না, তবে নিজের মধ্যে কপিরাইটারের সত্ত্বা থাকায় হয়তো এমন হয়। আমার নাম নিয়ে কৌতূহল রয়েছে বরাবর। কোনওটা খুব শক্তিশালী, কোনও নাম আবার আদুরে। আমার কাছে ছেলে ও মেয়েদের নামের একটা তালিকা তৈরি রয়েছে। আমি সেটা লুকিয়ে রাখি যাতে আর কারও হাতে সেটা না যায়। ... দীপিকার সঙ্গে এটা নিয়ে মাঝে মাঝেই কথা হয়।'
advertisement
২০১৮ সালের নভেম্বর মাসে বেশ কয়েক বছর প্রেমের পর বিয়ে করেছিলেন রণবীর সিং ও দীপিকা পাড়ুকোন। কাজের দিক থেকে রণবীর নিজের পরের ছবি 'জয়েশভাই জোরদার' মুক্তির অপেক্ষায়। শালিনী পান্ডের সঙ্গে রণবীরের এই ছবি মুক্তি পাবে ১৩ মে বড় পর্দায়। হাতে রয়েছে আলিয়া ভাটের সঙ্গে করণ জোহরের 'রকি অওর রানি কি প্রেম কাহানি'-র কাজ।
বিনোদন জগতের লেটেস্ট সব খবর ( Entertainment News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ বলিউড, টলিউড থেকে হলিউড সব খবরই পাবেন এখানে ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন ন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 10, 2022 2:44 PM IST