এবার থেকে "মডেলা কেয়ারটেকার" স্কুলে একাদশ এবং দ্বাদশ শ্রেণির ছাত্ররা সিবিএসই-দ্বারা অনুমোদিত তাদের নিয়মিত কোর্স হিসাবে পর্যটন পড়তে পারবেন। এছাড়াও সপ্তম শ্রেণির ছাত্র-ছাত্রীরা ঐচ্ছিক বিষয় হিসেবে এই বিষয়টি পড়তে পারেন। স্কুলের প্রধান শিক্ষিকা অভয়া বসু জানান, 'আমরা স্কুলে নিয়মিত পাঠ্যক্রমের একটি অংশ হিসাবে পরিবেশ সুরক্ষা এবং পর্যটন সচেতনতা তৈরি করব'। তিনি আরও বলেন যে উত্তরবঙ্গে এখনও পর্যন্ত এমন কোনও স্কুল নেই যেখানে পর্যটন বিষয়টিকে গুরুত্ব দিয়ে পড়ানো হয়।
advertisement
আরও পড়ুন: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!
এই স্কুলে আমরা ১০০০ টি বই, ৫০০ টি অডিও ভিজ্যুয়াল ডকুমেন্টারি-সহ একটি লাইব্রেরি স্থাপন করা হয়েছে যেগুলি সমস্তটাই পর্যটন এবং পরিবেশের উপর। স্কুলের প্রধান শিক্ষিকা জানিয়েছেন, 'আমরা সরকারি বিভাগ, বিশ্ববিদ্যালয়, এনজিও এবং স্টেক হোল্ডার অ্যাসোসিয়েশনের সহায়তায় দায়িত্বশীল পর্যটন-সহ প্রকৃতি সংরক্ষণ এবং প্রশংসার উপর সংক্ষিপ্ত কোর্সের আয়োজন করব।'
আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
এছাড়াও ছাত্র, শিক্ষক এবং প্রশাসন হিসাবে সবুজ ও পরিচ্ছন্ন শিলিগুড়ি, নদী পরিষ্কার করা, পর্যটন পর্ব উদযাপন, গীতাঞ্জলি আম উৎসব উদযাপন, ঐতিহ্য লালন করার জন্য ভ্রমণ, নিরাপদ হাতির করিডোর-এর প্রচারের মতো কর্মসূচি শুরু হবে। কৃষকদের জন্য জৈব হাট আয়োজনে সহায়তা করা এবং পরিবেশ সুরক্ষা এবং কমিউনিটি ট্যুরিজম সম্পর্কিত আরও অনেক কার্যক্রম এই মুহূর্তে করা হচ্ছে। উত্তরবঙ্গ যেহেতু পর্যটনের করিডোর, সে কারণেই এই কোর্সটি চালু করার কথা ভাবা হচ্ছে।
অনির্বাণ রায়