BJP corporator Death: ট্যুইট করে আত্মঘাতী প্রাক্তন বিজেপি কর্মী, ঘর থেকে উদ্ধার স্ত্রী ও দুই সন্তানের দেহও!
- Published by:Raima Chakraborty
Last Updated:
BJP corporator Death: পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তানদের শারীরিক পরিস্থিতি নিয়ে খুবই মানসিক চাপে ছিলেন বাবা-মা।
ভোপাল: বিজেপির প্রাক্তন কর্পোরেটর ও তাঁর স্ত্রীর মর্মান্তিক পরিণতি। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সঞ্জীব মিশ্র ও তাঁর স্ত্রী নীলম আত্মঘাতী হয়েছেন বলে জানা গিয়েছে। আত্মহত্যার আগে তাঁরা নিজেদের দুই পুত্রসন্তানকে খুন করেছেন বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলায়।
মৃত সঞ্জীব মিশ্রের বয়স ৪৫, স্ত্রী নীলমের বয়স ৪২ ও তাঁদের দুই সন্তান আনমোল ১৩ ও সার্থক ৭ বছরের। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সন্তানদের শারীরিক পরিস্থিতি নিয়ে খুবই মানসিক চাপে ছিলেন বাবা-মা। আত্মঘাতী হওয়ার আগে ট্যুইটারে সেই মানসিক পরিস্থিতির কথাও লিখেছিলেন বিজেপি কর্পোরেটর সঞ্জীব মিশ্র।
আরও পড়ুন: সামনেই মাধ্যমিক, অঙ্কে দুর্দান্ত রেজাল্ট করতে টিপস দিলেন রামকৃষ্ণ মিশনের শিক্ষক
তিনি লিখেছেন, 'ঈশ্বর যেন শত্রুদের সন্তানকেও রোগভোগ না দেন... আমি সন্তানদের বাঁচাতে পারলাম না, আমি আর বাঁচতে চাই না।' বিদিশা এলাকার পুলিশ স্টেশনে এই ঘটনার পরই একটি মামলা রুজু করা হয়েছে। বাড়ির দরজা ভেঙে চারটি দেহ উদ্ধার করেছে পুলিশ। হাসপাতালে নিয়ে গেলে তাঁদের মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।
advertisement
advertisement
আরও পড়ুন: মাধ্যমিকে জীবনবিজ্ঞানে সবচেয়ে বেশি নম্বর পাওয়া যাবে কী ভাবে? টিপস দিলেন নাম করা শিক্ষক
দুই সন্তানই মাসকুলার ডিসট্রফি নামে এক ধরনের রোগে আক্রান্ত হয়েছিল। এতে শরীরের নীচের অংশ থেকে মাংসপেশি অকেজো হতে শুরু করে। মাসকুলার ডিসট্রফির মতো মারণ রোগের কোনও ওষুধ এখনও সে ভাবে নেই। একদিন হয়তো হৃদযন্ত্রের মাংসপেশিও কাজ করা বন্ধ করে দেয়। সব কিছু জেনেও কিছু করার থাকে না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 27, 2023 12:58 PM IST