TRENDING:

পাশ করলেই সার্টিফিকেট! ভাল চাকরির সুযোগ! এই দুই বিষয়ে বিশেষ কোর্স বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে

Last Updated:

এবার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে স্বল্পমেয়াদী কোর্সে ভর্তির সুযোগ, এখনই আবেদন জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: এবার ল্যাবরেটরি ইন্সট্রুমেন্টেশান আন্ড ডাটা অ্যানালিসিস এবং ইংরেজি বিষয়ে ডিপ্লোমা এবং সার্টিফিকেট কোর্স করার সুযোগ। শুধুমাত্র স্নাতক পাস করলেই মিলবে সার্টিফিকেট কোর্স করার সুযোগ। হাতে মাত্র আর দু’দিন সময়, তাই সার্টিফিকেট কোর্স করার জন্য এখনই আবেদন জানান।
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 
বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় 
advertisement

জেলার বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের তরফে এই সংক্ষিপ্ত সময়ের কোর্স করানোর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে প্রতিষ্ঠানের তরফে। সংক্ষিপ্ত সময়ের কোর্স করার জন্য আবেদন জানান। সংক্ষিপ্ত আসন সংখ্যা, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ হিসেবে ভর্তি নেওয়া হবে।

‘এই একটা কথাতেই…’ ভারত-পাকিস্তান সংঘর্ষ রুখেছিলেন ট্রাম্প! ঠিক কী সেই কথা? অবশেষে সামনে এল কোন সত্যি?

advertisement

বর্ষায় সাপ-খোপ ঢুকে পড়ছে ঘরে? বাড়ির চারপাশে লাগান এই ৫ গাছ, প্রাকৃতিক ভাবে মিলবে ‘রক্ষা কবচ’!

বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় জানানো হয়েছে, প্রতিষ্ঠানের সেন্টার ফর কন্টিনিউইং এন্ড অ্যাডাল্ট এডুকেশন এর তরফে সংক্ষিপ্ত সময়ের জন্য ল্যাবরেটরী ইন্সট্রুমেন্টেশন এবং ডেটা অ্যানালাইসিস বিষয়ে ডিপ্লোমা কোর্স করান হবে। সেক্ষেত্রে মোট আসন সংখ্যা ৪০ টি। আবেদনকারীকে যেকোনও প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান বিষয়ে স্নাতক পাস করতে হবে। দুটি সেমিস্টার হিসেবে মোট এক বছরের কোর্স হবে। কোর্স শেষে পরীক্ষা এবং ডিপ্লোমা সার্টিফিকেট দেওয়া হবে। এই ডিপ্লোমা কোর্স করার জন্য প্রয়োজন ১২ হাজার টাকা।

advertisement

এছাড়াও, ইংলিশ ফর অল বিষয়ে সার্টিফিকেট করান হবে প্রতিষ্ঠানের তরফে। এক্ষেত্রে মোট আসন সংখ্যা ৪০ টি। তিন মাসের কোর্স করান হবে প্রতিষ্ঠানের তরফে। এই কোর্সের জন্য লাগবে ১০০০ টাকা। কোর্স শেষে মিলবে সার্টিফিকেট। বিজ্ঞপ্তিতে জানান হয়েছে, ৩০ জুন ২০২৫ এর মধ্যে আবেদন জানাতে হবে। আগে তো মূল্য বাবদ লাগবে ২০০ টাকা।

advertisement

প্রতিষ্ঠান তরফে দেওয়া বিজ্ঞপ্তি থেকে আবেদন পত্র ডাউনলোড করে আবেদন মূল্য জমা দিয়ে ফের প্রতিষ্ঠানে জিমেইল মারফত পাঠাতে হবে। ফাস্ট কাম ফাস্ট সার্ভিসে ভাগ করা হবে আসন। তাই এখনই এই দুটো কোর্স করতে আবেদন জানান। মূলত বিভিন্ন সরকারিভাবে সরকারি কর্মী, সহ সকলের জন্য এই সার্টিফিকেট ও ডিপ্লোমা কোর্স। বিশদে জানতে মূল বিজ্ঞপ্তিতে দেখতে পারেন।

advertisement

রঞ্জন চন্দ 

বাংলা খবর/ খবর/শিক্ষা/
পাশ করলেই সার্টিফিকেট! ভাল চাকরির সুযোগ! এই দুই বিষয়ে বিশেষ কোর্স বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল