'এই একটা কথাতেই...' ভারত-পাকিস্তান সংঘর্ষ রুখেছিলেন ট্রাম্প! ঠিক কী সেই কথা? অবশেষে সামনে এল কোন সত্যি?
- Published by:Tias Banerjee
Last Updated:
US President Donald Trump: ট্রাম্প প্রায়ই নিজেকে শান্তি প্রতিষ্ঠার ‘নেগোশিয়েটর’ হিসেবে তুলে ধরতেন, যদিও ভারত সরকারের বারবার স্পষ্ট বক্তব্য ছিল — ভারত ও পাকিস্তানের সম্পর্ক একটি “দ্বিপাক্ষিক ইস্যু”, এবং কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতার প্রয়োজন নেই।
advertisement
advertisement
advertisement
advertisement
২৭ জুন ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে সাংবাদিকদের বলেন, তিনি ভারত ও পাকিস্তানকে “সব চুক্তি বাতিলের” (cancel all deals) হুমকি দিয়ে তাদের পারমাণবিক সংঘর্ষ থেকে বিরত রেখেছেন। তিনি জানান, যখন ভারত ও পাকিস্তান “এক বড় সংঘাতের মধ্যে ছিল,” তখন তিনি তার শীর্ষ কর্মকর্তাদের নির্দেশ দেন যেন ভারতের দিল্লি এবং পাকিস্তানের ইসলামাবাদের সঙ্গে সব বাণিজ্য চুক্তি বাতিল করে দেওয়া হয়।
advertisement
ট্রাম্প আরও বলেন: “সার্বিয়া ও কসোভো তখন যুদ্ধের দিকে এগোচ্ছিল। আমি ওদের বলি — যদি যুদ্ধ করো, তবে আমেরিকার সঙ্গে আর কোনও ট্রেড থাকবে না। ঠিক এই জিনিসটাই ঘটেছিল ভারত ও পাকিস্তানের ক্ষেত্রেও। আমি তখন দুই দেশের সঙ্গেই আলোচনা করছিলাম এবং আমি (তৎকালীন ট্রেজারি সেক্রেটারি) স্কট বেসেন্ট ও (কমার্স সেক্রেটারি) হাওয়ার্ড লুটনিককে বলি— ভারতের সঙ্গে ও পাকিস্তানের সঙ্গে সব চুক্তি বাতিল করে দাও। তারা যুদ্ধে আছে মানে তারা আমাদের সঙ্গে ট্রেড করতে পারবে না।”
advertisement
advertisement
advertisement