TRENDING:

Scholarship: মেধাবীদের জন্য ভগবত গীতা স্কলারশিপ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশরা জানুন

Last Updated:

Scholarship: দুঃস্থ অথচ মেধাবী ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন, তাঁরা আর্থিক সহায়তা পাবেন।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বাঁকুড়া: বাঁকুড়ায় আলোর দিশা কর্মযোগের হাত ধরে শুরু হল শ্রীমদ ভাগবত গীতা স্কলারশিপ প্রোগ্রাম। এই স্কলারশিপটির মাধ্যমে বাঁকুড়া জেলার যে সকল দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীরা মাধ্যমিক অথবা উচ্চ মাধ্যমিকে নব্বই শতাংশ বা তার বেশি নম্বর পেয়েছেন, তাঁরা আর্থিক সহায়তা পাবেন।
advertisement

সমগ্র বাঁকুড়া জেলাজুড়ে ছাত্র-ছাত্রীদের আবেদন করার সুযোগ দেওয়া হয়। এদিন বাঁকুড়া বঙ্গ বিদ্যালয়ের মঞ্চে আলোর দিশা নামক সমাজসেবী সংগঠনের সঙ্গে যুক্ত বাঁকুড়া জেলার নিজ ক্ষেত্রে সফল বিশিষ্ট ব্যক্তিবর্গরা উপস্থিত থেকে মোট সাতজন মেধাবী ছাত্র-ছাত্রীর হাতে তুলে দিলেন এই স্কলারশিপ।

আরও পড়ুন: ফ্যামিলি ম্যান করার জন্য কত টাকা পেয়েছেন মনোজ বাজপেয়ী? শাহরুখ-সলমানকে টেনে বিস্ফোরক দাবি অভিনেতার

advertisement

জীবনে এগিয়ে চলার পথে মেধাবী ছাত্র-ছাত্রীদের অনেক সময় বাধা হয়ে দাঁড়ায় আর্থিক স্বচ্ছলতা। পর্যাপ্ত অর্থ না থাকার কারণে স্বপ্নের বিষয় নিয়ে অথবা স্বপ্নের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনা করা হয়ে ওঠে না। আলোর দিশা কর্মযোগ এমন একটি সমাজসেবী সংগঠন যারা সেই সকল দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের স্বপ্নপূরণের অঙ্গীকার নিয়ে কাজ করে চলেছেন। আলোর দিশার হাত ধরে এই বিশেষ স্কলারশিপ ছাত্র-ছাত্রীদের এগিয়ে যেতে সাহায্য করবে বলে মনে করছেন কৃতি ছাত্রী বর্ষা কর্মকার।

advertisement

আরও পড়ুন: ১১২ বছরের পুরনো পুরুলিয়ার জনপ্রিয় এই রথযাত্রা, কার হাতে শুরু জানেন?

শুধুমাত্র এখানেই শেষ নয়। আলোর দিশা কর্মযোগের সহ-সম্পাদক অভিজিৎ মন্ডল জানান, যে সকল ছাত্র-ছাত্রীরা এই স্কলারশিপ পেলেন তাদের জীবনে সফলতা পাওয়া পর্যন্ত মানসিক ভাবে এবং আর্থিক ভাবে পাশে থাকবে আলোর দিশা কর্মযোগ। দুঃস্থ মেধাবী ছাত্র-ছাত্রীদের সফল করে মানুষের কল্যাণে নিমজ্জিত করার উদ্দেশ্যে এগিয়ে চলেছে আলোর দিশা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

নীলাঞ্জন ব্যানার্জী

বাংলা খবর/ খবর/শিক্ষা/
Scholarship: মেধাবীদের জন্য ভগবত গীতা স্কলারশিপ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশরা জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল