আরও পড়ুন– দিল্লি বিস্ফোরণের মুহূর্তের ফুটেজ প্রকাশ্যে ! দেখুন সেই ভয়াবহ সিসিটিভি ফুটেজ
কলেজের ওয়েরম্যান ট্রেটের ছাত্র অমিত পাণ্ডে জানায়, “আমরা ২০ জন ছাত্র মিলে এই প্রজেক্টটি তৈরি করেছি। এটি পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে এবং আশানুরূপ ফলাফল পাওয়া গিয়েছে। বৃষ্টির জল থেকেই বিদ্যুৎ উৎপাদনের এই প্রক্রিয়াটি সত্যিই অনন্য।’’
কলেজের শিক্ষক মধুসূদন মাজী জানান, “আমাদের কলেজের ওয়েরম্যান এবং ইলেকট্রিশিয়ানের ছাত্ররা মিলে এই প্রজেক্টটি তৈরি করেছে। যেখানে ছাদের উপরে জমা বৃষ্টির জল থেকে সহজেই বিদ্যুৎ উৎপন্ন করা সম্ভব হচ্ছ। ইতিমধ্যেই এই প্রজেক্টটি পরীক্ষামূলকভাবে সফল হয়েছে এবং ভবিষ্যতে বৃহৎ পরিসরে ব্যবহৃত হলে গ্রামীণ এলাকায় বিকল্প শক্তির উৎস হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।’’
advertisement
এই উদ্ভাবন কেবল প্রযুক্তিগত দিক থেকেই নয়, পরিবেশবান্ধব শক্তির উৎস হিসেবেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। যা ভবিষ্যতে টেকসই উন্নয়নের নতুন সম্ভাবনার দ্বার খুলে দিতে পারে, যেখানে গ্রামীণ ও শহর এলাকায় উভয়েই নিরাপদ এবং সহজলভ্য বিদ্যুতের উৎস তৈরি করা সম্ভব।





