বিয়ের রাতে বরের অপেক্ষায় নববধূ, হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে দৌড়! মাকে ফোন করে বললেন, ‘আমার স্বামী…’!
দু-বছর আগে সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছিল সে৷ সারা দেশে তার স্থান ছিল দ্বিতীয়। আর এবার উচ্চমাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট করেছে সে।
এ বিষয়ে সৃজন মণ্ডল বলেন, এই রেজাল্টের পর তার খুবই ভাল লাগছে। চলার পথে পরিবার ও শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছে সে।
advertisement
বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!
আগামিদিনে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার। মেয়ের এই সাফল্যে খুশি বাবা-মা। মেয়েকে নিয়ে গর্বিত তারা। মেয়ের পাশে সদা সর্বদাই রয়েছেন তারা। মেয়ে যাতে আগামী দিনের উচ্চশিক্ষা লাভ করে আরও উন্নতি করতে পারে সেই আশাই করছেন তারা।
পুরুলিয়ার গর্ব সৃজন। সিবিএসসি বোর্ডের মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করে জেলার মানুষদের গর্বিত করেছে সে। এবার সৃজন নিট পরিক্ষা দিয়েছে। সবারই আশা করছেন সেখানেও সে ভাল ফল করবে। JEE মেন পরীক্ষাতেও ভাল ফল করেছে সে। আর ক’দিন পরেই JEE অ্যাডভান্স। চলছে তারই প্রস্তুতি।
শর্মিষ্ঠা ব্যানার্জি