TRENDING:

জেলায় সম্ভাব্য প্রথম ও রাজ্যে সম্ভাব্য দ্বিতীয়! CBSE মেধা তালিকায় নজরকাড়া সাফল্য পুরুলিয়ার ভূমিকন্যার!

Last Updated:

সিবিএসসি এর মেধা তালিকায় রীতিমতো চমক দিল পুরুলিয়ার ভূমিকন্যা , ডাক্তার হওয়ার স্বপ্ন বুনছে সে!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পুরুলিয়া: উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রাজ্যের মধ্যে জায়গা করতে না পারলেও, সিবিএসই (CBSE) বোর্ডের দ্বাদশ শ্রেণির ফলে তাক লাগালো পুরুলিয়ার মেয়ে সৃজন মণ্ডল। এই পরীক্ষায় ৪৯১ নম্বর পেয়ে জেলায় সম্ভাব্য প্রথম ও রাজ্যে সম্ভাব্য দ্বিতীয় পুরুলিয়ার ভূমিকন্যা। পুরুলিয়ার চাকদায় স্থিত এজিপিএন কনভেন্ট অ্যান্ড একলব্য রেসিডেন্সিয়াল স্কুলের ছাত্রী সে। বাবা সুকুমার মণ্ডল, মা সঞ্চিতা পাত্র উভয়েই শিক্ষক-শিক্ষিকা।
advertisement

বিয়ের রাতে বরের অপেক্ষায় নববধূ, হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে দৌড়! মাকে ফোন করে বললেন, ‘আমার স্বামী…’!

দু-বছর আগে সিবিএসসি বোর্ডের দশম শ্রেণির পরীক্ষায় রাজ্যে প্রথম স্থান দখল করেছিল সে৷ সারা দেশে তার স্থান ছিল দ্বিতীয়। আর এবার উচ্চমাধ্যমিকে নজরকাড়া রেজাল্ট করেছে সে।

এ বিষয়ে সৃজন মণ্ডল বলেন, এই রেজাল্টের পর তার খুবই ভাল লাগছে। ‌চলার পথে পরিবার ও শিক্ষক শিক্ষিকাদের যথেষ্ট সহযোগিতা পেয়েছে সে। ‌

advertisement

বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা…দরজা খুলতেই চিৎকার!

আগামিদিনে ডাক্তার হওয়ার স্বপ্ন রয়েছে তার। ‌মেয়ের এই সাফল্যে খুশি বাবা-মা। মেয়েকে নিয়ে গর্বিত তারা। মেয়ের পাশে সদা সর্বদাই রয়েছেন তারা। মেয়ে যাতে আগামী দিনের উচ্চশিক্ষা লাভ করে আরও উন্নতি করতে পারে সেই আশাই করছেন তারা। ‌

advertisement

পুরুলিয়ার গর্ব সৃজন। ‌সিবিএসসি বোর্ডের মাধ্যমিকের পর উচ্চমাধ্যমিকেও দুর্দান্ত রেজাল্ট করে জেলার মানুষদের গর্বিত করেছে সে। এবার সৃজন নিট পরিক্ষা দিয়েছে। সবারই আশা করছেন সেখানেও সে ভাল ফল করবে। JEE মেন পরীক্ষাতেও ভাল ফল করেছে সে। আর ক’দিন পরেই JEE অ্যাডভান্স। চলছে তারই প্রস্তুতি।

সেরা ভিডিও

আরও দেখুন
ব্রাত্য বসুর সিনেমায় বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা! কবিগুরুর মাটিতে বসে কী বললেন?
আরও দেখুন

শর্মিষ্ঠা ব্যানার্জি

বাংলা খবর/ খবর/শিক্ষা/
জেলায় সম্ভাব্য প্রথম ও রাজ্যে সম্ভাব্য দ্বিতীয়! CBSE মেধা তালিকায় নজরকাড়া সাফল্য পুরুলিয়ার ভূমিকন্যার!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল