বিয়ের রাতে বরের অপেক্ষায় নববধূ, হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে দৌড়! মাকে ফোন করে বললেন, 'আমার স্বামী...'!

Last Updated:
Bride: জীবনের নতুন অধ্যায়ের স্বপ্ন নিয়ে বিয়ের রাতের সাজে বসে ছিলেন নববধূ লক্ষ্মী। অপেক্ষায় ছিলেন স্বামী নীরজের জন্য। কিন্তু সেই অপেক্ষার পরিণতি হল দুঃস্বপ্নে।
1/10
ভালবাসার মানুষকে বিয়ে করছেন। চোখে নতুন জীবনের স্বপ্ন। ফুলশয্যার রাতে কনের সাজে অপেক্ষা করছিলেন নববধূ। বর কখন আসবেন ঘরে? কিন্তু...একটু পরেই কনে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন। আর্তনাদ! লোক জড়ো হতে গেল মাঝরাতে। এ কী কাণ্ড! এর পর যা হল...শিউরে উঠবেন।
ভালবাসার মানুষকে বিয়ে করছেন। চোখে নতুন জীবনের স্বপ্ন। ফুলশয্যার রাতে কনের সাজে অপেক্ষা করছিলেন নববধূ। বর কখন আসবেন ঘরে? কিন্তু...একটু পরেই কনে ছুটতে ছুটতে বেরিয়ে এলেন। আর্তনাদ! লোক জড়ো হতে গেল মাঝরাতে। এ কী কাণ্ড! এর পর যা হল...শিউরে উঠবেন। (Representative Image: AI Generated) 
advertisement
2/10
জীবনের নতুন অধ্যায়ের স্বপ্ন নিয়ে বিয়ের রাতের সাজে বসে ছিলেন নববধূ লক্ষ্মী। অপেক্ষায় ছিলেন স্বামী নীরজের জন্য। কিন্তু সেই অপেক্ষার পরিণতি হল দুঃস্বপ্নে।
জীবনের নতুন অধ্যায়ের স্বপ্ন নিয়ে বিয়ের রাতের সাজে বসে ছিলেন নববধূ লক্ষ্মী। অপেক্ষায় ছিলেন স্বামী নীরজের জন্য। কিন্তু সেই অপেক্ষার পরিণতি হল দুঃস্বপ্নে। (Representative Image: AI Generated) 
advertisement
3/10
বিয়ের রাতে লক্ষ্মীকে বিছানায় অপেক্ষা করতে বলে বাইরে চলে যান নীরজ। কনের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় কেটে গেলেও নীরজ ফিরে না আসায় লক্ষ্মী প্রথমে চিন্তিত হয়ে পড়েন।
বিয়ের রাতে লক্ষ্মীকে বিছানায় অপেক্ষা করতে বলে বাইরে চলে যান নীরজ। কনের পরিবার সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ সময় কেটে গেলেও নীরজ ফিরে না আসায় লক্ষ্মী প্রথমে চিন্তিত হয়ে পড়েন। (Representative Image: AI Generated) 
advertisement
4/10
 শেষে নিজের মাকে ফোন করে বলেন, "মা, আমার স্বামী..."। বাকিটা আর বলতে পারেননি তিনি। তখনও তিনি জানতেন না যে তাঁর স্বামী আর কোনও দিন ফিরবেন না।
শেষে নিজের মাকে ফোন করে বলেন, "মা, আমার স্বামী..."। বাকিটা আর বলতে পারেননি তিনি। তখনও তিনি জানতেন না যে তাঁর স্বামী আর কোনও দিন ফিরবেন না। (Representative Image: AI Generated) 
advertisement
5/10
উত্তরপ্রদেশের হারদই জেলার এমনই এক মর্মান্তিক ঘটনা আলোড়ন ফেলেছে গোটা গ্রামে। বিয়ের ঠিক পরদিন সকালে গ্রামবাসীদের সহায়তায় মাঠে একটি গাছ থেকে উদ্ধার করা হয় ২৩ বছর বয়সি নীরজের ঝুলন্ত দেহ।
উত্তরপ্রদেশের হারদই জেলার এমনই এক মর্মান্তিক ঘটনা আলোড়ন ফেলেছে গোটা গ্রামে। বিয়ের ঠিক পরদিন সকালে গ্রামবাসীদের সহায়তায় মাঠে একটি গাছ থেকে উদ্ধার করা হয় ২৩ বছর বয়সি নীরজের ঝুলন্ত দেহ। (Representative Image: AI Generated) 
advertisement
6/10
হারদই জেলার তাদিয়াওয়ান থানার অন্তর্গত করদ্রান গ্রামের বাসিন্দা নীরজের সঙ্গে আটোয়া কাটাইয়া গ্রামের লক্ষ্মীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায় আড়াই মাস আগে তাঁদের সম্পর্ক পরিবারে জানাজানি হয় এবং সম্মতিতেই ১১ মে তাঁদের বিয়ে হয়।
হারদই জেলার তাদিয়াওয়ান থানার অন্তর্গত করদ্রান গ্রামের বাসিন্দা নীরজের সঙ্গে আটোয়া কাটাইয়া গ্রামের লক্ষ্মীর প্রেমের সম্পর্ক ছিল। প্রায় আড়াই মাস আগে তাঁদের সম্পর্ক পরিবারে জানাজানি হয় এবং সম্মতিতেই ১১ মে তাঁদের বিয়ে হয়। (Representative Image: AI Generated) 
advertisement
7/10
বিয়ের পরদিন ১২ মে লক্ষ্মীকে তাঁর পিত্রালয়ে পাঠিয়ে দেন নীরজ। তখনও তিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন, পরিবারের সঙ্গে হাসিমুখে সময় কাটিয়েছেন, খাওয়া-দাওয়া করেছেন, এমনকি বিকেলে চায়ের আড্ডাও দিয়েছিলেন।
বিয়ের পরদিন ১২ মে লক্ষ্মীকে তাঁর পিত্রালয়ে পাঠিয়ে দেন নীরজ। তখনও তিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন, পরিবারের সঙ্গে হাসিমুখে সময় কাটিয়েছেন, খাওয়া-দাওয়া করেছেন, এমনকি বিকেলে চায়ের আড্ডাও দিয়েছিলেন। (Representative Image: AI Generated) 
advertisement
8/10
সেই রাতেই লক্ষ্মী তাঁর স্বামীর জন্য অপেক্ষা করতে থাকেন। সকালে দীর্ঘক্ষণ নীরজকে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা খোঁজ শুরু করেন। অবশেষে মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় নীরজের দেহ দেখতে পান তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মী। অচেতন হয়ে পড়ে যান তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।
সেই রাতেই লক্ষ্মী তাঁর স্বামীর জন্য অপেক্ষা করতে থাকেন। সকালে দীর্ঘক্ষণ নীরজকে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা খোঁজ শুরু করেন। অবশেষে মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় নীরজের দেহ দেখতে পান তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মী। অচেতন হয়ে পড়ে যান তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। (Representative Image: AI Generated) 
advertisement
9/10
কেন আত্মহত্যা? উঠছে নানা প্রশ্ন? নীরজের পরিবার জানিয়েছে, তিনি খুবই শান্ত স্বভাবের ছেলে ছিলেন। কারও সঙ্গে তাঁর কোনও বিরোধ বা মনোমালিন্য ছিল না। তিনি ভীম আর্মির সঙ্গে যুক্ত ছিলেন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছিলেন। বিয়ের বিষয়ে তিনিও খুশিই ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা।
কেন আত্মহত্যা? উঠছে নানা প্রশ্ন? নীরজের পরিবার জানিয়েছে, তিনি খুবই শান্ত স্বভাবের ছেলে ছিলেন। কারও সঙ্গে তাঁর কোনও বিরোধ বা মনোমালিন্য ছিল না। তিনি ভীম আর্মির সঙ্গে যুক্ত ছিলেন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছিলেন। বিয়ের বিষয়ে তিনিও খুশিই ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। (Representative Image: AI Generated) 
advertisement
10/10
তবে তাঁর কাছে থাকা প্রায় সাত হাজার টাকা নিখোঁজ রয়েছে বলে পরিবার জানিয়েছে। এতে করে আত্মহত্যার পেছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
তবে তাঁর কাছে থাকা প্রায় সাত হাজার টাকা নিখোঁজ রয়েছে বলে পরিবার জানিয়েছে। এতে করে আত্মহত্যার পেছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। (Representative Image: AI Generated) 
advertisement
advertisement
advertisement