বিয়ের রাতে বরের অপেক্ষায় নববধূ, হঠাৎ ঘর ছেড়ে বেরিয়ে দৌড়! মাকে ফোন করে বললেন, 'আমার স্বামী...'!
- Published by:Tias Banerjee
Last Updated:
Bride: জীবনের নতুন অধ্যায়ের স্বপ্ন নিয়ে বিয়ের রাতের সাজে বসে ছিলেন নববধূ লক্ষ্মী। অপেক্ষায় ছিলেন স্বামী নীরজের জন্য। কিন্তু সেই অপেক্ষার পরিণতি হল দুঃস্বপ্নে।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
সেই রাতেই লক্ষ্মী তাঁর স্বামীর জন্য অপেক্ষা করতে থাকেন। সকালে দীর্ঘক্ষণ নীরজকে দেখতে না পেয়ে পরিবারের লোকেরা খোঁজ শুরু করেন। অবশেষে মাঠে একটি গাছে ঝুলন্ত অবস্থায় নীরজের দেহ দেখতে পান তাঁরা। ঘটনাস্থলে উপস্থিত হয়ে কান্নায় ভেঙে পড়েন লক্ষ্মী। অচেতন হয়ে পড়ে যান তিনি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। (Representative Image: AI Generated)
advertisement
কেন আত্মহত্যা? উঠছে নানা প্রশ্ন? নীরজের পরিবার জানিয়েছে, তিনি খুবই শান্ত স্বভাবের ছেলে ছিলেন। কারও সঙ্গে তাঁর কোনও বিরোধ বা মনোমালিন্য ছিল না। তিনি ভীম আর্মির সঙ্গে যুক্ত ছিলেন এবং ইন্টারমিডিয়েট পর্যন্ত পড়াশোনা করেছিলেন। বিয়ের বিষয়ে তিনিও খুশিই ছিলেন বলে জানান পরিবারের সদস্যরা। (Representative Image: AI Generated)
advertisement
তবে তাঁর কাছে থাকা প্রায় সাত হাজার টাকা নিখোঁজ রয়েছে বলে পরিবার জানিয়েছে। এতে করে আত্মহত্যার পেছনে অন্য কোনও ষড়যন্ত্র রয়েছে কিনা, তা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। এখনও পর্যন্ত কোনও সুইসাইড নোট পাওয়া যায়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে এবং মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। (Representative Image: AI Generated)