বিয়ের রাতে নাচের পর চুপচাপ শৌচালয়ে ঢুকেছিলেন কনে, পিছু নিলেন মা...দরজা খুলতেই চিৎকার!

Last Updated:
Bride: রাত গভীর হতেই বিয়ের কনে নিঃশব্দে উঠে গিয়েছিলন শৌচাগারে, আর তারপর যা ঘটল, তা দেখে মায়ের মুখে যেন শব্দ হারিয়ে গেল।
1/8
সব ঠিকঠাকই চলছিল—আলোর ঝলকানি, গানের তালে নাচ, হাতে মেহেন্দির রং, আর মুখে নতুন জীবনের স্বপ্ন। কনে যেন আলোয় জ্বলজ্বল করছিল সবার মাঝে। কিন্তু কে জানত, আনন্দের এই উৎসব মুহূর্তে পরিণত হবে এক বিভীষিকায়?
সব ঠিকঠাকই চলছিল—আলোর ঝলকানি, গানের তালে নাচ, হাতে মেহেন্দির রং, আর মুখে নতুন জীবনের স্বপ্ন। কনে যেন আলোয় জ্বলজ্বল করছিল সবার মাঝে। কিন্তু কে জানত, আনন্দের এই উৎসব মুহূর্তে পরিণত হবে এক বিভীষিকায়? (Representational Image: AI)
advertisement
2/8
রাত গভীর হতেই তিনি নিঃশব্দে উঠে গিয়েছিলন শৌচাগারে, আর তারপর যা ঘটল, তা দেখে মায়ের মুখে যেন শব্দ হারিয়ে গেল। এক চিৎকারে থমকে গেল গোটা বাড়ি।
রাত গভীর হতেই তিনি নিঃশব্দে উঠে গিয়েছিলন শৌচাগারে, আর তারপর যা ঘটল, তা দেখে মায়ের মুখে যেন শব্দ হারিয়ে গেল। এক চিৎকারে থমকে গেল গোটা বাড়ি। (Representational Image: AI)
advertisement
3/8
বিয়ে মানেই স্বপ্ন, আনন্দ আর এক নতুন জীবনের শুরু। ছেলে-মেয়ে দু’জনেরই থাকে নানা পরিকল্পনা, রঙিন কল্পনা। কিন্তু, কল্পনা করুন তো, বিয়ের কিছু ঘণ্টা আগে যদি কনের মৃত্যু হয়? কী অবস্থা হবে পাত্র কিংবা পরিবারের? এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁর নূরপুর পিনোনি গ্রামে।
বিয়ে মানেই স্বপ্ন, আনন্দ আর এক নতুন জীবনের শুরু। ছেলে-মেয়ে দু’জনেরই থাকে নানা পরিকল্পনা, রঙিন কল্পনা। কিন্তু, কল্পনা করুন তো, বিয়ের কিছু ঘণ্টা আগে যদি কনের মৃত্যু হয়? কী অবস্থা হবে পাত্র কিংবা পরিবারের? এমনই এক হৃদয়বিদারক ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের বদায়ুঁর নূরপুর পিনোনি গ্রামে। (Representational Image: AI)
advertisement
4/8
নূরপুর পিনোনি গ্রামের বাসিন্দা দিনেশ পাল সিংহের কন্যা দীক্ষার বয়স মাত্র ২০। তাঁর বিয়ে ঠিক হয়েছিল মোরাদাবাদের এক যুবকের সঙ্গে। সোমবার আসার কথা ছিল বরযাত্রার। রবিবার ছিল মেহেন্দি অনুষ্ঠান। কনে দীক্ষা আনন্দে নেচে উঠেছিল আত্মীয়স্বজনদের সঙ্গে। ছবি তোলা, সাজগোজে মাতোয়ারা ছিল সে। কিন্তু রাত প্রায় ১.৩০টা নাগাদ হঠাৎ পেটব্যথা অনুভব করে সে। তখন চুপচাপ শৌচালয়ে যায় দীক্ষা।
নূরপুর পিনোনি গ্রামের বাসিন্দা দিনেশ পাল সিংহের কন্যা দীক্ষার বয়স মাত্র ২০। তাঁর বিয়ে ঠিক হয়েছিল মোরাদাবাদের এক যুবকের সঙ্গে। সোমবার আসার কথা ছিল বরযাত্রার। রবিবার ছিল মেহেন্দি অনুষ্ঠান। কনে দীক্ষা আনন্দে নেচে উঠেছিল আত্মীয়স্বজনদের সঙ্গে। ছবি তোলা, সাজগোজে মাতোয়ারা ছিল সে। কিন্তু রাত প্রায় ১.৩০টা নাগাদ হঠাৎ পেটব্যথা অনুভব করে সে। তখন চুপচাপ শৌচালয়ে যায় দীক্ষা। (Representational Image: AI)
advertisement
5/8
অনেকক্ষণ হয়ে গেলেও মেয়ের কোনও সাড়া না পেয়ে চিন্তায় পড়েন মা সরোজ। তিনিও যান শৌচালয়ের দিকে। দরজা খুলতেই স্তব্ধ হয়ে যান। দেখতে পান, দীক্ষার শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে উঠেছে, শরীর নিস্তেজ। মায়ের কোলে মাথা রাখতেই দীক্ষার গলা শক্ত হয়ে আসে। তড়িঘড়ি স্থানীয় চিকিৎসককে ডাকা হলেও, ততক্ষণে সব শেষ। শ্বাসপ্রশ্বাস থেমে যায় — আর কোনোদিন চোখ মেলেনি দীক্ষার।
অনেকক্ষণ হয়ে গেলেও মেয়ের কোনও সাড়া না পেয়ে চিন্তায় পড়েন মা সরোজ। তিনিও যান শৌচালয়ের দিকে। দরজা খুলতেই স্তব্ধ হয়ে যান। দেখতে পান, দীক্ষার শ্বাসপ্রশ্বাস অস্বাভাবিক দ্রুত হয়ে উঠেছে, শরীর নিস্তেজ। মায়ের কোলে মাথা রাখতেই দীক্ষার গলা শক্ত হয়ে আসে। তড়িঘড়ি স্থানীয় চিকিৎসককে ডাকা হলেও, ততক্ষণে সব শেষ।  (Representational Image: AI)
advertisement
6/8
খবর পেয়ে ছুটে আসেন পাত্রপক্ষ। যাঁদের বাড়িতে আনন্দের ধ্বনি ওঠার কথা ছিল, সেখানে শুধুই কান্না আর শোকের আর্তনাদ। পাত্র বিশ্বাসই করতে পারছিলেন না, যাঁর সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিলেন, তিনি আর নেই। একমাত্র কন্যা দীক্ষার এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন বাবা দিনেশ পাল সিংহ ও তাঁর পরিবার।
খবর পেয়ে ছুটে আসেন পাত্রপক্ষ। যাঁদের বাড়িতে আনন্দের ধ্বনি ওঠার কথা ছিল, সেখানে শুধুই কান্না আর শোকের আর্তনাদ। পাত্র বিশ্বাসই করতে পারছিলেন না, যাঁর সঙ্গে জীবন কাটানোর স্বপ্ন দেখছিলেন, তিনি আর নেই। একমাত্র কন্যা দীক্ষার এমন আকস্মিক মৃত্যুতে ভেঙে পড়েন বাবা দিনেশ পাল সিংহ ও তাঁর পরিবার। (Representational Image: AI)
advertisement
7/8
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীক্ষা ইসলামনগরের এক ডিগ্রি কলেজে বিএ পড়ছিল। বহুদিন ধরেই তার হৃদরোগ ছিল এবং দিল্লিতে চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তার।
পরিবার সূত্রে জানা গিয়েছে, দীক্ষা ইসলামনগরের এক ডিগ্রি কলেজে বিএ পড়ছিল। বহুদিন ধরেই তার হৃদরোগ ছিল এবং দিল্লিতে চিকিৎসা চলছিল। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, হার্ট অ্যাটাকেই মৃত্যু হয়েছে তাঁর।  (Representational Image: AI)
advertisement
8/8
যে মেয়ে সেদিনও নেচে ছবি তুলছিলেন, যাঁর সাজে ঝলমল করছিল মেহেন্দি অনুষ্ঠান, কে জানত কয়েক ঘণ্টা পরই নিথর হয়ে যাবে তাঁর শরীর? বিয়ের আগের রাতে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম।
যে মেয়ে সেদিনও নেচে ছবি তুলছিলেন, যাঁর সাজে ঝলমল করছিল মেহেন্দি অনুষ্ঠান, কে জানত কয়েক ঘণ্টা পরই নিথর হয়ে যাবে তাঁর শরীর? বিয়ের আগের রাতে এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকস্তব্ধ গোটা গ্রাম। (Representational Image: AI)
advertisement
advertisement
advertisement