Best Schools: বাংলার দুই স্কুল দেশের সেরা ৩০ স্কুলের তালিকায় নাম তুলল, নাম জানলে গর্ব হবে!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
Best Schools: কলকাতার দু’টি সরকার পোষিত স্কুলের মাথায় উঠল সাফল্যের নয়া মুকুট। 'এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন'-এর র্যাঙ্কিংয়ে রাজ্য সরকার পোষিত ডে স্কুলের তালিকায় দেশের সেরা ৩০ স্কুলের মধ্যে উঠল নাম।
advertisement
1/6

কলকাতার দু’টি সরকার পোষিত স্কুলের মাথায় উঠল সাফল্যের নয়া মুকুট। 'এডুকেশন ওয়ার্ল্ড ম্যাগাজিন'-এর র্যাঙ্কিংয়ে রাজ্য সরকার পোষিত ডে স্কুলের তালিকায় দেশের সেরা ৩০ স্কুলের মধ্যে ১২ নম্বর স্থানে রয়েছে যাদবপুর বিদ্যাপীঠ। সেই তালিকায় ২৩ নম্বর স্থান পেয়েছে দক্ষিণ কলকাতারই আরেকটি স্কুল, যোধপুর পার্ক বয়েজ।
advertisement
2/6
এরকম সর্বোচ্চ স্তরের র্যাঙ্কিংয়ে প্রথম ৩০-এর মধ্যে রাজ্যের দু’টি স্কুল থাকার ঘটনা তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। যাদবপুর বিদ্যাপীঠের প্রধান শিক্ষক পার্থপ্রতিম বৈদ্য জানান, 'দিন দিন প্রতিযোগিতা কঠিন হচ্ছে। এগিয়ে থাকছে নয়াদিল্লি, চণ্ডীগড় বা ওড়িশার স্কুলগুলি। তার মধ্যেও সীমিত পরিকাঠামো নিয়ে আমরা লড়াই চালিয়ে যাচ্ছি।'
advertisement
3/6
প্রসঙ্গত, এই তালিকায় প্রথম দশের মধ্যে চণ্ডীগড়ের তিনটি স্কুল, চারটি দিল্লির স্কুল এবং ওড়িশার একটি স্কুল রয়েছে। পার্থপ্রতিমবাবু বলেন, 'লম্বা ছুটি একটা বড় ফ্যাক্টর হয়ে যাচ্ছে। এখানেই অন্য রাজ্য এবং বেসরকারি স্কুলগুলির কাছে আমরা পিছিয়ে পড়ছি। ছুটির সময় অনলাইন ক্লাসের কথা বলা হলেও শিক্ষক-শিক্ষিকারা রাজি হন না।'
advertisement
4/6
ভিন্টেজ বা প্রাচীন বয়েজ ডে স্কুল র্যাঙ্কিংয়ে কলকাতার পাঁচটি স্কুল রয়েছে। সেগুলি হল সেন্ট জেভিয়ার্স (চতুর্থ), লা মার্টিনিয়ার ফর বয়েজ (পঞ্চম), ক্যালকাটা বয়েজ (সপ্তম), সেন্ট জেমস এবং সেন্ট লরেন্স স্কুল (দু’টিই একাদশ স্থানে)। ভিন্টেজ গার্লস ডে স্কুল র্যাঙ্কিংয়ে দেশের মধ্যে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে রয়েছে যথাক্রমে লরেটো হাউজ মিডলটন এবং লা মার্টিনিয়ার ফর গার্লস।
advertisement
5/6
স্থান পেয়েছে দার্জিলিংয়ের লরেটো কনভেন্ট (ত্রয়োদশ) এবং গোখেল মেমোরিয়াল (সপ্তদশ)। একটুর জন্য প্রথম কুড়িতে নেই ক্যালকাটা গার্লস (২১) এবং বউবাজার লরেটো (২৪)। বয়েজ ডে স্কুল র্যাঙ্কিংয়ে হাওড়ার এমসি কেজরিওয়াল বিদ্যাপীঠ এবং ডন বসকো পার্ক সার্কাস রয়েছে যথাক্রমে তৃতীয় ও চতুর্থ স্থানে।
advertisement
6/6
এছাড়াও রয়েছে হাওড়ারই অগ্রসেন বয়েজ স্কুল (নবম) ও কালিম্পংয়ের সেন্ট অগাস্টিন (ষোড়শ)। কো-এড ডে স্কুল হিসেবে ৯ নম্বরে রয়েছে কলকাতার লক্ষ্মীপৎ সিংহানিয়া। সার্বিকভাবে গার্লস স্কুলের র্যাঙ্কিংয়ে দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতার মডার্ন হাই।