সেই নিয়োগ পত্র হাতে প্রৌঢ়রা এসেছেন চাকরিতে যোগ দিতে। এমনই ঘটনায় শোরগোল হুগলি জেলা প্রথমিক শিক্ষা বিদ্যালয় সংসদে।
একদিকে যখন নিয়োগের দাবিতে ১০০০ দিন ধরে রাস্তায় চাকরিপ্রার্থীরা, সেই সময় হুগলি জেলার ৬৬ জন প্রাথমিক শিক্ষক নিয়োগ হচ্ছেন যাঁদের বয়স ৬০ পেরিয়েছে। সূত্রের খবর, ৪ জন এমন ব্যক্তির নাম এসেছে তাঁরা আর জীবিত নেই।
advertisement
আরও পড়ুন: কোচিং ক্লাসে বসেই হার্ট অ্যাটাক ছাত্রের, নিমেষে মৃত্যু! এই ভিডিও দেখলে শিউরে উঠবেন
এমনও এক মানুষকে দেখা গেল যিনি ৭১ বছর বয়সে এসেছেন চাকরিতে যোগ দিতে। তাঁদের সঙ্গে কথা বলে জানা যায় তাঁরা সকলেই ১৯৮০-র দশকের চাকরিপ্রার্থী ছিলেন। সেই সময় তাঁদের চাকরির প্যানেলে নাম থেকেও তাঁরা চাকরি পাননি। ১৯৮৩ সালে তাঁরা এই বিষয়ে দ্বারস্থ হন হাই কোর্টের। দীর্ঘদিন চলে এই নিয়ে মামলা। ২০১৩ সালে তাঁদের মামলার নিষ্পত্তি হয়, কোর্টের রায়ে তাঁদের চাকরিতে যোগ দেওয়ার কথা বলা হয়।
আরও পড়ুন: স্বপ্নে সাপ দেখতে পাওয়া কীসের ইঙ্গিত জানেন? স্বপ্নশাস্ত্র অনুযায়ী এর অর্থ জানলে চমকে যাবেন!
সেই রায় অনুযায়ী তাঁদের চাকরিতে যোগ দেওয়ার নিয়োগপত্র এসেছে এখন। বছর ৭১ বয়সী প্রাথমিক শিক্ষকের নিয়োগ প্রার্থী অচিন্ত্যকুমার আদক বলেন, দীর্ঘকাল ধরে মামলা চলছিল। তবে কিছুদিন আগেই হঠাৎ তাঁদের বাড়িতে এই নিয়োগপত্র এসে পৌঁছয়। সেই কারণেই তাঁরা সংসদ অফিসে এসেছিলেন। তবে ৬০ বছর বয়সে যেখানে রিটায়ার হয়ে যাওয়ার কথা সেখানে ৭১ বছর বয়সে তাঁদের কাছে নিয়োগ পত্র এসে পৌঁছনোর ঘটনায় তিনি নিজেও স্তম্ভিত।
তবে জেলা প্রাথমিক শিক্ষা সংসদ সূত্রে জানা গিয়েছে, ২০২৩ সালের ২০ ডিসেম্বর হাইকোর্ট রায় দেয়, প্রার্থীদের নিয়োগ করার। সেই মতো ৬৬ জনের নিয়োগপত্র ছাড়া হয়। যাঁরা ২০১৪ সালের ৮ অগাস্ট থেকে এফেক্ট পাবেন। আদালতের নির্দেশ মতোই এই নিয়োগপত্র দেওয়া হয়েছে।
রাহী হালদার