একাধিক বিষয়ে করা যাবে এই কোর্স। হাতে সময় অল্প তাই দ্রুত আবেদন জানান এই পোস্টের জন্য। প্রতিষ্ঠানের পক্ষ প্রকাশিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, আইনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করা ব্যক্তিরা প্রতিষ্ঠান থেকে বিভিন্ন বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন।
আরও পড়ুন: মস্কোজুড়ে মৃত্যুমিছিল, ১৫০ ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা! গ্রেফতার ১১ জন
advertisement
সে ক্ষেত্রে তাঁদের স্নাতকোত্তর পর্বে অন্তত ৬৫ শতাংশ নম্বর থাকা প্রয়োজন। স্নাতকোত্তর পর্বে ৬৫% নম্বর থাকলেই আবেদন জানাতে পারবেন পিএইচডি করার জন্য। শুধু তাই নয়, কোনও সংস্থায় কর্মরত ব্যক্তিরা ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, আর্কিটেকচার, রুরাল ডেভেলপমেন্ট-সহ একাধিক বিষয়ে পিএইচডি করার সুযোগ পাবেন এখানে।
আরও পড়ুন: দোল খেলতে খেলতে চোখে রং ঢুকে গেলে কী করবেন? রইল কিছু সহজ টিপস
যদিও আইআইটি খড়্গপুরের পক্ষ থেকে জানানো হয়েছে, কেন্দ্র কিংবা রাজ্য সরকারি এবং সরকার স্বীকৃত প্রতিষ্ঠানের কর্মীরা ভর্তি হওয়ার ক্ষেত্রে অগ্রাধিকার পাবেন। ২ থেকে ১৫ বছরের কর্মজীবনের অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিরা পিএইচডি করার সুযোগ পাবেন। তাঁদের ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, বিজ্ঞান, বিজ়নেস অ্যাডমিনিস্ট্রেশন, আইনে স্নাতকোত্তর ডিগ্রি পেতে হবে।
স্নাতকোত্তর পর্বে ৬৫ শতাংশের বেশি নম্বর থাকলে তবে ভর্তি হওয়ার জন্য আবেদন পত্র জমা দিতে পারবেন আগ্রহীরা। প্রসঙ্গত, পিএইচডি কোর্সে পড়াশোনার আগে আবেদনকারীদের একাধিক পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করা হবে।
মেধা ও যোগ্যতা লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে যাচাই এরপর ভর্তি হওয়া যাবে এই নির্দিষ্ট কোর্সের জন্য।ভর্তি হওয়া পড়ুয়াদের কমপক্ষে তিন বছরের মধ্যে থিসিস জমা দিতে হবে। তবে সর্বাধিক আট বছর পর্যন্ত তাঁরা পিএইচডি করার সুযোগ পাবেন। পিএইচডি চলাকালীন টিউশন ফি হিসাবে প্রতি সিমেস্টার পিছু ২৫,০০০ টাকা জমা দিতে হবে। মোট ১২৫ জন একসঙ্গে পিএইচডি করার সুযোগ দেওয়া হবে।
আগ্রহীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন গ্রহণ করা হবে ২৫ মার্চ পর্যন্ত। তবে অফলাইনেও শর্তসাপেক্ষে আবেদন জমা দেওয়া যাবে। এ ক্ষেত্রে আবেদন জমা দেওয়ার শেষ দিন ২৯ মার্চ। ২ মে থেকে ১৫ মে পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ নেওয়া হবে। ভর্তিপ্রক্রিয়া শুরু হবে ১৫ জুলাই। এই মর্মে আরও জেনে নিতে আইআইটি খড়্গপুরের ওয়েবসাইটে গিয়ে মূল বিজ্ঞপ্তিটি দেখে নিতে পারেন।
রঞ্জন চন্দ