Moscow Terror Attack : মস্কোজুড়ে মৃত্যুমিছিল, ১৫০ ছুঁয়ে ফেলল মৃতের সংখ্যা! গ্রেফতার ১১ জন
- Published by:Sayani Rana
- news18 bangla
Last Updated:
রাশিয়া জানায়, যে তারা মস্কোর ওই কনসার্ট হলে কনসার্টের দর্শকদের উপর গুলি চালানোর জন্য চার বন্দুকধারী-সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫০-এ।
মস্কো: শুক্রবার রাশিয়ার এক কনসার্টে জঙ্গিরা হামলা চালায়। ব্যাপক গুলি চালার পর ঘটনাস্থলে দ্রুত আগুন ছড়িয়ে পড়ে, চিৎকার করে কনসার্টের দর্শকরা জরুরী প্রস্থানের দিকে ছুটে আসেন। তখন, আগুনের কারণে কনসার্ট হলের ছাদও ধসে পড়ে।
রাশিয়া জানায়, যে তারা মস্কোর ওই কনসার্ট হলে কনসার্টের দর্শকদের উপর গুলি চালানোর জন্য চার বন্দুকধারী-সহ ১১ জনকে গ্রেফতার করা হয়েছে শনিবার। মৃতের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ১৫০-এ।
advertisement
শুক্রবার মস্কোর উত্তর শহরতলির ক্রাসনোগর্স্কের ক্রোকাস সিটি হলে কিছু জঙ্গি হামলা চালায়। রাশিয়ার এফএসবি নিরাপত্তা পরিষেবা বলেছে যে কিছু অপরাধী রাশিয়া-ইউক্রেন সীমান্তের দিকে পালিয়ে গিয়েছিল। পাশাপাশি এই হামলার সঙ্গে ইউক্রেনের যোগ আছে বলে মনে করা হচ্ছে।
advertisement
এক সংবাদ মাধ্যমের প্রতিবেদনের মাধ্যমে জানা গিয়েছে, শুক্রবার সন্ধ্যায় মস্কোর একটি কনসার্ট হলে কনসার্টে অংশগ্রহণকারীদের ওপর গুলি চালানো চার দুষ্কৃতীর মধ্যে দুজনকে প্রথমে ব্রায়ানস্কের কাছে আটক করা হয়।
এর আগে রাশিয়ার এক সংবাদ মাধ্যম জানায়, ৪ থেকে ৬ জনের একটি দল হামলা চালিয়ে দামি গাড়িতে করে পালিয়ে যায়। এক সংবাদ মাধ্যমের সাংবাদিকের মতে, হামলাকারীরা শুক্রবার ইউনিফর্ম পরে ছদ্মবেশ নিয়ে বিল্ডিংটিতে প্রবেশ করে, তারপর গুলি চালায় এবং একটি গ্রেনেড বা অগ্নিসংযোগকারী বোমাও নিক্ষেপ করে। মৃত্যুর সংখ্যা বাড়তে থাকছে। পাশাপাশি ১০০ জনেরও বেশি এখনও হাসপাতালে ভর্তি রয়েছে।
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 6:22 PM IST