TRENDING:

Recruitment 2021: ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের অধীনে ২৩২ পদে নিয়োগ, বিশদে জানুন

Last Updated:

প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। (Recruitment 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#ভুবনেশ্বর: সম্প্রতি ওড়িশা পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের (Odisha Power Transmission Corporation Limited) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে অ্যাপ্রেন্টিস (Apprentice) পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ওড়িশা পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2021)।
Recruitment 2021
Recruitment 2021
advertisement

OPTCL Apprentice Recruitment 2021: আবেদনের তারিখ

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ৫ জানুয়ারি থেকে। প্রার্থীরা আগামী ২৫ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

advertisement

আরও পড়ুন: কনসালট্যান্ট পদে নিয়োগ করবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, কীভাবে আবেদন করবেন? জানুন...

OPTCL Apprentice Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা

প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বেতনক্রম, বয়সসীমা ও অন্যান্য বিষয়ে আরও অধিক জানতে এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন-

https://repo.optcl.co.in/docs/dd044dbcfe7370b173288131945e5c3d_Not_20311_degree_diploma_24122021.pdf

আরও পড়ুন: সাইবার সিকিউরিটি পদে নিয়োগ করবে এই সংস্থা, কী ভাবে আবেদন করবেন?

advertisement

OPTCL Apprentice Recruitment 2021: শূন্যপদের বিস্তারিত বিবরণ

গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস- ৮০টি পদ

ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস- ১৫২টি পদ

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: ওড়িশা পাওয়ার ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেড (Odisha Power Transmission Corporation Limited)
পদের নাম: অ্যাপ্রেন্টিস
শূন্যপদের সংখ্যা: ২৩২
কাজের স্থান: ওড়িশা
কাজের ধরন: ট্রেনিং সংক্রান্ত
নির্বাচন পদ্ধতি: শর্ট লিস্টিং, ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশন
আবেদন প্রক্রিয়া শুরু: ০৫.০১.২০২২
শিক্ষাগত যোগ্যতা: কিছু জানানো হয়নি
বেতনক্রম: কিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতি: অনলাইন

advertisement

আবেদনের শেষ দিন: ২৫.০১.২০২২

OPTCL Apprentice Recruitment 2021: শূন্যপদের সংখ্যা

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ২৩২টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।

OPTCL Apprentice Recruitment 2021: নির্বাচন পদ্ধতি

OPTCL-এর তরফে প্রথমে প্রার্থীদের নামের একটি বাছাই তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে প্রার্থীদের যোগ্যতার ওপর নির্ভর করে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে। ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচিত প্রার্থীদের ডকুমেন্ট ভেরিফিকেশন করে নিয়োগ করা হবে।

advertisement

OPTCL Apprentice Recruitment 2021: অন্যান্য তথ্য

সেরা ভিডিও

আরও দেখুন
​'শুভ বিজয়া' সন্দেশ স্পেশালে মন মজেছে জনতার! বর্ধমানের মিষ্টির দোকানে ভিড়
আরও দেখুন

অ্যাপ্রেন্টিসদের ক্ষেত্রে অ্যাপ্রেন্টিসশিপের সময়সীমা হবে এক বছর অর্থাৎ ১২ মাস। প্রশিক্ষণের সময়কাল অ্যাপ্রেন্টিসশিপের অনলাইন চুক্তির তারিখ থেকে শুরু হবে এবং এক বছরের জন্য স্থায়ী হবে। অ্যাপ্রেন্টিসশিপের অনলাইন চুক্তির তারিখ থেকে প্রার্থীদের ট্রেনিং সংক্রান্ত ভাতা প্রদান করা হবে।

বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: ট্রান্সমিশন কর্পোরেশন লিমিটেডের অধীনে ২৩২ পদে নিয়োগ, বিশদে জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল