Recruitment 2021: সাইবার সিকিউরিটি পদে নিয়োগ করবে এই সংস্থা, কী ভাবে আবেদন করবেন?
- Published by:Raima Chakraborty
Last Updated:
প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে NPTI-র নিজস্ব প্রতিষ্ঠানে। (Recruitment 2021)
#ফরিদাবাদ: সম্প্রতি ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের (National Power Training Institute) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে সাইবার সিকিউরিটি পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে (Recruitment 2021)। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন (Recruitment 2021)। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন (Recruitment 2021)।
NPTI Recruitment 2021: নির্বাচনের পদ্ধতি
প্রতিষ্ঠানের তরফে জানানো হয়েছে যে, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নির্বাচন করা হবে। ইন্টারভিউ নেওয়া হবে NPTI-র নিজস্ব প্রতিষ্ঠানে। প্রতিষ্ঠানের ঠিকানা ‘NPTI Complex, Sector-33, Faridabad-121003’। ইন্টারভিউয়ের তারিখ ও নির্দিষ্ট স্থান পরবর্তীতে অফিসিয়াল নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
আরও পড়ুন: ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে ইনস্যুরেন্স কর্পোরেশন! কীভাবে, কোথায় আবেদন করবেন? জানুন...
চাকরির বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিশদ নোটিশ ও সরাসরি আবেদনের জন্য প্রার্থীরা এই লিঙ্কটি ব্যবহার করতে পারেন- https://npti.gov.in/sites/default/files/careers_document/VKP.pdf
advertisement
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা: | ন্যাশনাল পাওয়ার ট্রেনিং ইনস্টিটিউট (National Power Training Institute) |
পদের নাম: | সাইবার সিকিউরিটি |
শূন্যপদের সংখ্যা: | কিছু জানানো হয়নি |
কাজের স্থান: | ফরিদাবাদ |
কাজের ধরন: | চুক্তি ভিত্তিক |
নির্বাচন পদ্ধতি: | ইন্টারভিউ |
আবেদন প্রক্রিয়া শুরু: | কিছু জানানো হয়নি |
শিক্ষাগত যোগ্যতা: | স্নাতকোত্তর ডিগ্রি বা বি.টেক-এ মাস্টার্স ডিগ্রি এবং পিএইচডি ডিগ্রি |
বেতনক্রম: | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি: | অনলাইন |
advertisement
ইন্টারভিউয়ের তারিখ: কিছু জানানো হয়নি
আবেদনের শেষ দিন: কিছু জানানো হয়নি
আরও পড়ুন: কনসালট্যান্ট পদে নিয়োগ করবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, কীভাবে আবেদন করবেন? জানুন...
NPTI Recruitment 2021: বিশেষ ঘোষণা
বিশেষজ্ঞদের বিভিন্ন সাইবার নিরাপত্তা বিষয়ের উপর বক্তৃতা দিতে হবে, সাইবার টুলস সম্পর্কে জ্ঞান থাকতে হবে, প্রাসঙ্গিক এলাকায় প্রশিক্ষণ কর্মসূচি করতে হবে।
advertisement
প্রার্থীদের বিজ্ঞপ্তিতে দেওয়া কাজের বিবরণ উল্লেখ করতে হবে। আগ্রহী প্রার্থীরা যাঁরা যোগ্যতার শর্তগুলি পূরণ করছেন তাঁদের টাইপ করা আবেদনপত্র ও সিভি (মেল আইডি এবং টেলিফোন নম্বর সহ) এবং একটি সাম্প্রতিক রঙিন পাসপোর্ট আকারের ছবি সহ ১৫০০ টাকা জমা করতে হবে। ১৫০০ টাকা ফরিদাবাদের SBI ব্রাঞ্চে (শাখা কোড নং 3245) জমা করতে হবে। জমা দিতে হবে এই ঠিকানায়- ‘Director (Admn), National Power Training Institute, NPTI Complex, Sector-33, Faridabad, Haryana, 121 003’ আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে।
advertisement
NPTI Recruitment 2021: শিক্ষাগত যোগ্যতা
B.Tech সহ প্রার্থীরা আবেদনের যোগ্য। আইটি/সিএসটি/ইলেকট্রনিক্সে সাইবার সিকিউরিটির ক্ষেত্রে ২ বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটি স্বীকৃত বিশ্ববিদ্যালয়/প্রতিষ্ঠান থেকে কমপক্ষে ৬০% নম্বর সহ স্নাতকোত্তর ডিগ্রি বা বি.টেক-এ মাস্টার্স ডিগ্রিপ্রাপ্তরা এবং পিএইচডি ডিগ্রিপ্রাপ্তরা আবেদন করার যোগ্য।
Location :
First Published :
December 29, 2021 3:30 PM IST
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
Recruitment 2021: সাইবার সিকিউরিটি পদে নিয়োগ করবে এই সংস্থা, কী ভাবে আবেদন করবেন?