#নয়াদিল্লি: সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের (Employees’ State Insurance Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এমপ্লয়িজ স্টেট ইনসরেন্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ:
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন: কনসালট্যান্ট পদে নিয়োগ করবে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট, কীভাবে আবেদন করবেন? জানুন...
শূন্যপদের বিস্তারিত বিবরণ:
মোট ২৮টি রাজ্যের জন্য শূন্যপদের ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্য মিলিয়ে মোট ৩২০টি পদ রয়েছে।
শূন্যপদের সংখ্যা:
শূন্যপদ | সংখ্যা |
আপার ডিভিশন ক্লার্ক | ১১৩ |
স্টেনোগ্রাফার | ৪ |
মাল্টিটাস্কিং স্টাফ | ২০৩ |
আরও পড়ুন: প্রচুর পদে নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন! রইল আবেদনের সম্পূর্ণ বিবরণ...
এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:
সংস্থা | এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (Employees’ State Insurance Corporation) |
পদের নাম | আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ |
শূন্যপদের সংখ্যা | ৩০০০ |
কাজের স্থান | ভারত |
কাজের ধরন | কিছু জানানো হয়নি |
নির্বাচন পদ্ধতি | কিছু জানানো হয়নি |
আবেদন প্রক্রিয়া শুরু | ১৫.০১.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা | বিশদ বিবরণ দেখুন |
বেতনক্রম | কিছু জানানো হয়নি |
আবেদন পদ্ধতি | অনলাইন |
আবেদনের শেষ দিন | ১৫.০২.২০২২ |
শিক্ষাগত যোগ্যতা:
আপার ডিভিশন ক্লার্ক- প্রার্থীরা যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ হলেই আবেদনের যোগ্য। এর সঙ্গে তাঁদের কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।
স্টেনোগ্রাফার- প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ১০ মিনিটে/ ৮০ শব্দ টাইপ এবং ট্রান্সক্রিপশনে (ইংরেজি) ৫০ মিনিট/৬৫ মিনিটে (হিন্দি) করার দক্ষতা রয়েছে তাঁরা আবেদন করতে পারেন।
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে নিয়োগ করবে এনটিপিসি লিমিটেড! কীভাবে আবেদন করবেন? জানুন...
মাল্টিটাস্কিং স্টাফ- দশম উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
১৮ থেকে ২৭ বছরের প্রার্থীরা আবেদনের যোগ্য। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: ESIC, Recruitment 2021