ESIC Recruitment 2021|| ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে ইনস্যুরেন্স কর্পোরেশন! কীভাবে, কোথায় আবেদন করবেন? জানুন...

Last Updated:

ESIC recruitment 2021: প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন।

ইনস্যুরেন্স কর্পোরেশনে নিয়োগ।
ইনস্যুরেন্স কর্পোরেশনে নিয়োগ।
#নয়াদিল্লি: সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের (Employees’ State Insurance Corporation) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে আপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এমপ্লয়িজ স্টেট ইনসরেন্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।
আবেদনের তারিখ: 
প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৫ জানুয়ারি থেকে। প্রার্থীরা আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দিতে পারবেন। অনলাইনে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।
advertisement
advertisement
শূন্যপদের সংখ্যা:
প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ৩০০০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।
মোট ২৮টি রাজ্যের জন্য শূন্যপদের ঘোষণা করা হয়েছে। পশ্চিমবঙ্গ ও সিকিম উভয় রাজ্য মিলিয়ে মোট ৩২০টি পদ রয়েছে।
advertisement
শূন্যপদের সংখ্যা: 
শূন্যপদসংখ্যা 
আপার ডিভিশন ক্লার্ক১১৩
স্টেনোগ্রাফার
মাল্টিটাস্কিং স্টাফ২০৩
advertisement
সংস্থাএমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন (Employees’ State Insurance Corporation)
পদের নামআপার ডিভিশন ক্লার্ক, স্টেনোগ্রাফার এবং মাল্টিটাস্কিং স্টাফ
শূন্যপদের সংখ্যা৩০০০
কাজের স্থানভারত
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরু১৫.০১.২০২২
শিক্ষাগত যোগ্যতাবিশদ বিবরণ দেখুন
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১৫.০২.২০২২
advertisement
শিক্ষাগত যোগ্যতা:
আপার ডিভিশন ক্লার্ক- প্রার্থীরা যে কোনও শাখায় স্নাতক উত্তীর্ণ হলেই আবেদনের যোগ্য। এর সঙ্গে তাঁদের কম্পিউটার বিষয়ে দক্ষ হতে হবে।
স্টেনোগ্রাফার- প্রার্থীদের স্বীকৃত বোর্ড থেকে দ্বাদশ শ্রেণি উত্তীর্ণ হতে হবে। এছাড়াও ১০ মিনিটে/ ৮০ শব্দ টাইপ এবং ট্রান্সক্রিপশনে (ইংরেজি) ৫০ মিনিট/৬৫ মিনিটে (হিন্দি) করার দক্ষতা রয়েছে তাঁরা আবেদন করতে পারেন।
advertisement
আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে নিয়োগ করবে এনটিপিসি লিমিটেড! কীভাবে আবেদন করবেন? জানুন...
মাল্টিটাস্কিং স্টাফ- দশম উত্তীর্ণরা এই পদের জন্য আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
১৮ থেকে ২৭ বছরের প্রার্থীরা আবেদনের যোগ্য। মাল্টিটাস্কিং স্টাফ পদের জন্য আবেদনকারীর বয়স ১৮ থেকে ২৫ বছরের মধ্যে হতে হবে।
বাংলা খবর/ খবর/চাকরি ও শিক্ষা/
ESIC Recruitment 2021|| ৩০০০ শূন্যপদে নিয়োগ করবে ইনস্যুরেন্স কর্পোরেশন! কীভাবে, কোথায় আবেদন করবেন? জানুন...
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement