হোম /খবর /চাকরি ও শিক্ষা /
প্রচুর পদে নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন! রইল আবেদনের সম্পূর্ণ বিবরণ...

UPSC Recruitment 2022|| প্রচুর পদে নিয়োগ করবে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন! রইল আবেদনের সম্পূর্ণ বিবরণ...

UPSC Recruitment 2022 Apply soon: বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন।

  • Share this:

#নয়াদিল্লি: সম্প্রতি ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের (Union Public Service Commission) তরফে এক বিজ্ঞপ্তি জারি করে বিভিন্ন পদে নিয়োগের জন্য আবেদনপত্র গ্রহণের কাজ শুরু হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

আবেদনের তারিখ:

প্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, বর্তমানে আবেদন প্রক্রিয়া চলছে। প্রার্থীদের আগামী ১৪ জানুয়ারি, ২০২২ তারিখের মধ্যে আবেদনপত্র জমা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা প্রতিষ্ঠানের অফিসিয়াল ওয়েবসাইটেই আবেদনপত্র পেয়ে যাবেন। এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে। সরাসরি আবেদনের লিঙ্ক https://www.upsc.gov.in/sites/default/files/Advt-19-2021-Eng_241221_0.pdf ।

আরও পড়ুন: অ্যাসিস্ট্যান্ট ল অফিসার পদে নিয়োগ করবে এনটিপিসি লিমিটেড! কীভাবে আবেদন করবেন? জানুন...

শূন্য পদের সংখ্যা:

প্রতিষ্ঠানের তরফে এখনও পর্যন্ত মোট ১৮৭টি শূন্য পদ রয়েছে বলে জানানো হয়েছে।

শূন্য পদের বিস্তারিত বিবরণ:

শূন্যপদসংখ্যা 
অ্যাসিস্ট্যান্ট কমিশনার
অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিটি অ্যাসিওরেন্স১৫৭
জুনিয়র টাইম স্কেল (জেটিএস)১৭
অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার
অ্যাসিস্ট্যান্ট প্রফেসর

আরও পড়ুন: প্রচুর পদে সহকারী অধ্যাপক নিয়োগ, পাবলিক সার্ভিস কমিশনে ফের স্বপ্নের চাকরির হাতছানি...

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থাইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন (Union Public Service Commission)
পদের নামঅ্যাসিস্ট্যান্ট কমিশনার, অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার কোয়ালিটি অ্যাসিওরেন্স, জুনিয়র টাইম স্কেল (জেটিএস), অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, অ্যাসিস্ট্যান্ট প্রফেসর
শূন্য পদের সংখ্যা১৮৭
কাজের স্থানকিছু জানানো হয়নি
কাজের ধরনকিছু জানানো হয়নি
নির্বাচন পদ্ধতিকিছু জানানো হয়নি
আবেদন প্রক্রিয়া শুরুবর্তমানে চলছে
শিক্ষাগত যোগ্যতাকিছু জানানো হয়নি
বেতনক্রমকিছু জানানো হয়নি
আবেদন পদ্ধতিঅনলাইন
আবেদনের শেষ দিন১৪.০১.২০২২

শিক্ষাগত যোগ্যতা:

উল্লিখিত পদে আবেদন করতে ইচ্ছুক প্রার্থীরা শিক্ষাগত যোগ্যতা, বয়সসীমা, বেতনক্রম ও অন্যান্য বিষয়ে আরও বিশদে জানতে এই লিঙ্কটি https://www.upsc.gov.in/sites/default/files/Advt-19-2021-Eng_241221_0.pdf ব্যবহার করে দেখতে পারেন।

আরও পড়ুন: পাবলিক সার্ভিস কমিশনে বিপুল পদে নিয়োগ, কী ভাবে আবেদন করবেন? জানুন...

আবেদন ফি:

প্রার্থীদের আবেদন ফি বাবদ ২৫ টাকা দিতে হবে। সে ক্ষেত্রে প্রার্থীরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার যে কোনও ব্রাঞ্চে গিয়ে ক্যাশের মাধ্যমে বা নেট ব্যাঙ্কিং অথবা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে আবেদন ফি জমা দিতে পারেন। তফসিলি জাতি ও উপজাতি, শারীরিক প্রতিবন্ধী এবং মহিলা প্রার্থীদের আবেদন ফি বাবদ কোনও অর্থ দিতে হবে না।

Published by:Shubhagata Dey
First published:

Tags: Recruitment 2022, UPSC