সূত্রের খবর, কত সোমবারই রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সিদ্ধান্ত অনুমোদন হয়েছে। সেক্ষেত্রে আগামী শিক্ষাবর্ষ থেকে একটি পোর্টাল মারফত আবেদন করেই ছাত্রছাত্রীরা রাজ্যের অধীনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়ার সুযোগ পেতে চলেছেন। এতদিন কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিতে পৃথক ভাবে অনলাইনে ভর্তি করার ব্যবস্থা করা হত।
আরও পড়ুন: আপনার ওজন কত? এই পরিমাণ ওজন হলেই ২১৫০০ বেতনে চাকরির দারুণ সুযোগ
advertisement
কিন্তু কলেজ বা বিশ্ববিদ্যালয় ভর্তি প্রক্রিয়া স্বচ্ছতা আনতে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু অভিন্ন একটি পোটালে পরিকল্পনা করেছিলেন বলেই উচ্চশিক্ষা দফতর সূত্রে খবর। গতবছর থেকেই তা চালু করার পরিকল্পনা নেওয়া হলেও শেষমেষ পরিকাঠামগত অসুবিধা থাকায় তা কার্যকর করতে পারিনি উচ্চ শিক্ষা দফতর। শেষমেষ চলতে শিক্ষাবর্ষ থেকে এই প্রক্রিয়া চালু হতে চলেছে রাজ্যজুড়ে কলেজে ও বিশ্ববিদ্যালয় গুলিতে স্নাতক স্তরে ছাত্র ভর্তির ক্ষেত্রে। তবে কীভাবে গোটা প্রক্রিয়াটি পরিচালনা হবে সেই বিষয় নিয়ে শীঘ্রই উচ্চশিক্ষা দফতর গাইডলাইন দেবে কলেজ ও বিশ্ববিদ্যালয় গুলিকে বলেই জানা গিয়েছে। এই বিষয় নিয়ে শীঘ্রই উচ্চশিক্ষা দফতর একটি বিস্তারিত বিজ্ঞপ্তি ও জারি করতে চলেছে।
আরও পড়ুন: সরকারি সংস্থায় মেডিক্যাল স্পেশালিস্ট নিয়োগ, বেতন ২৪০০০০! আজই আবেদন করুন
কলেজে কলেজে ভর্তি হতে গেলে ছাত্র ইউনিয়নগুলি থেকে বিপুল অর্থ দাবি করে ছাত্র-ছাত্রীদের থেকে এমনটাই অভিযোগ সাম্প্রতিককালে উঠে এসেছে। তার পরপর ই উচ্চশিক্ষা দফতরের মাধ্যমে কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলিতে ছাত্র ভর্তি অনলাইনের মাধ্যমে করার সিদ্ধান্ত নেয় রাজ্য। কিন্তু অনলাইনে ভর্তি করানোর ব্যবস্থা হলেও উচ্চশিক্ষা দফতর গোটা বিষয়টি এক ছাতার তলায় আনতে চাইছিল। মন্ত্রিসভার বৈঠকে অনুমোদনের পর মনে করা হচ্ছে চলতি শিক্ষা বর্ষ থেকেই তা কার্যকর হতে চলেছে।
সোমরাজ বন্দ্যোপাধ্যায়