হোম /খবর /চাকরি /
সরকারি সংস্থায় মেডিক্যাল স্পেশালিস্ট নিয়োগ, বেতন ২৪০০০০! আজই আবেদন করুন

Government Job News: সরকারি সংস্থায় মেডিক্যাল স্পেশালিস্ট নিয়োগ, বেতন ২৪০০০০! আজই আবেদন করুন

এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনে চাকরি

এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনে চাকরি

Government Job News: প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল, ২০২৩ তারিখের মধ্যে অনুষ্ঠিত ইন্টারভিউতে অংশ নিতে পারেন।

  • Share this:

কলকাতা: সম্প্রতি এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের তরফে এক বিজ্ঞপ্তি জারি করে মেডিক্যাল স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য আবেদনপত্র চাওয়া হয়েছে। আগ্রহী প্রার্থীরা শীঘ্রই আবেদন করতে পারেন। এই বিষয়ে আরও বিশদে জানতে প্রার্থীরা এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশনের অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে খোঁজ নিতে পারেন।

ইএসআইসি রিক্রুটমেন্ট ২০২৩: ইন্টারভিউয়ের তারিখপ্রকাশিত বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রার্থীদের ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা আগামী ২৫ থেকে ২৮ এপ্রিল, ২০২৩ তারিখের মধ্যে অনুষ্ঠিত ইন্টারভিউতে অংশ নিতে পারেন। ইন্টারভিউয়ের স্থান, ‘ESIC Super Specialty Hospital, Sanathnagar, Hyderabad, Telangana’।এই সংক্রান্ত সময়সীমায় কোনও বদল আনা হলে তা নোটিশের মাধ্যমে প্রার্থীদের জানিয়ে দেওয়া হবে।

আরও পড়ুন: বামার লরি সংস্থায় বিরাট শূন্যপদ, অবশ্যই আবেদন করুন

ইএসআইসি রিক্রুটমেন্ট ২০২৩: শূন্যপদের সংখ্যা ও বিস্তারিত বিবরণপ্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী প্রতিষ্ঠানের তরফে মোট ৪০টি শূন্যপদ রয়েছে বলে জানানো হয়েছে।সিনিয়র রেসিডেন্ট- ২৯টি পদসুপার স্পেশালিস্ট (সিনিয়র লেভেল)/কনসালটেন্ট- ৫টি পদসুপার স্পেশালিস্ট (এন্ট্রি লেভেল)/জুনিয়র কনসালটেন্ট- ৩টি পদস্পেশালিস্ট- ৩টি পদ

আরও পড়ুন: ব্যাঙ্ক অফ বরোদায় চাকরির দারুণ সুযোগ, হাতছাড়া করলে বড় মিস! জানুন

প্রার্থীরা আবেদনের যোগ্য, বয়সসীমা, বেতন, আবেদন পদ্ধতি, কাজের স্থান, শূন্যপদের সংখ্যা, আবেদনপত্র জমা দেওয়ার তারিখ সহ অন্যান্য বিষয়ে আরও বিস্তারিত জানতে এখানে উপলব্ধ বিজ্ঞপ্তির লিঙ্কে ক্লিক করতে পারেন।

এক নজরে নিয়োগ সংক্রান্ত সম্পূর্ণ তথ্য:

সংস্থা: এমপ্লয়িজ স্টেট ইনস্যুরেন্স কর্পোরেশন
পদের নাম:মেডিক্যাল স্পেশালিস্ট
শূন্যপদের সংখ্যা: ৪০
কাজের স্থান:সনাথনগর, হায়দরাবাদ
নির্বাচন পদ্ধতি:বিশদ দেখুন
আবেদন প্রক্রিয়া শুরু: বিশদ দেখুন
শিক্ষাগত যোগ্যতা:বিশদ দেখুন
বেতনক্রম:বিশদ দেখুন
আবেদন পদ্ধতি:বিশদ দেখুন
ইন্টারভিউয়ের তারিখ:২৫ থেকে ২৮ এপ্রিল, ২০২৩

ইএসআইসি রিক্রুটমেন্ট ২০২৩: মেয়াদকালপ্রার্থীদের প্রাথমিক ভাবে এক বছরের জন্য নিয়োগ করা হবে। পরবর্তীতে সিনিয়র রেসিডেন্সি স্কিমের অধীনে সর্বাধিক ৩ বছর পর্যন্ত মেয়াদ বাড়ানো হতে পারে।

ইএসআইসি রিক্রুটমেন্ট ২০২৩: বেতনসিনিয়র রেসিডেন্ট- ৬৭৭০০ টাকা ও অন্যান্য ভাতাসুপার স্পেশালিস্ট (সিনিয়র লেভেল)/কনসালটেন্ট- ২৪০০০০ টাকাসুপার স্পেশালিস্ট (এন্ট্রি লেভেল)/জুনিয়র কনসালটেন্ট- ২০০০০০ টাকা ও অন্যান্য ভাতাস্পেশালিস্ট (ফুল টাইম)- ১২৭১৪১ টাকা ও অন্যান্য ভাতা

ইএসআইসি রিক্রুটমেন্ট ২০২৩: বয়সসীমাসিনিয়র রেসিডেন্ট- ৪৫ বছরসুপার স্পেশালিস্ট (সিনিয়র লেভেল)/কনসালটেন্ট- ৬৯ বছরসুপার স্পেশালিস্ট (এন্ট্রি লেভেল)/জুনিয়র কনসালটেন্ট- ৬৯ বছরস্পেশালিস্ট- ৬৬ বছর

ইএসআইসি রিক্রুটমেন্ট ২০২৩: নির্বাচনের যোগ্যতাসিনিয়র রেসিডেন্ট, সুপার স্পেশালিস্ট (সিনিয়র লেভেল)/সিনিয়র কনসালটেন্ট, সুপার স্পেশালিস্ট (এন্ট্রি লেভেল)/জুনিয়র কনসালটেন্ট, স্পেশালিস্ট পদে নিয়োগের জন্য সম্পূর্ণ ভাবে পার্সোনাল ইন্টারভিউতে ব্যক্তিগত পারফরমেন্সের ওপর নির্ভর করা হবে।এই ক্ষেত্রে কমিটির সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।

Published by:Raima Chakraborty
First published:

Tags: Central govt jobs, Govt Jobs, Job News