কল্যাণীর এই বাসিন্দা ৪৭৩ নম্বর পেয়েছে। ক্লাসে শিক্ষকদের পড়া অডিও রেকর্ড করতেন ওম। পরে সেটাকেই বারে বারে শুনে পরীক্ষার প্রস্তুতি নিয়েছেন বলে জানিয়েছেন তিনি। বন্ধুদের কাছ থেকেও নানা সময় সাহায্য পেয়েছেন বলে দাবি ওই পড়ুয়ার।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
ওমের কথায়, বাড়িতে মা ও ভাই রয়েছে। অভাবের সংসার। টিউশনি করে খরচ জুগিয়েছেন মা। আগামী দিনে ইউপিএসসি পরীক্ষায় বসতে চান এই মেধাবী ছাত্র। নরেন্দ্রপুর ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে মাধ্যমিক দিলেও তাঁর ইচ্ছে ছিল, উচ্চমধ্যমিক সাধারণ ছাত্রদের সঙ্গে দেওয়ার। সেইমতো একাদশ শ্রেণীতে রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে ভর্তি হন ওম।
advertisement
তার এই পরীক্ষা সাফল্য নিজের মাকেই দিতে চান তিনি। অন্যদিকে, ব্লাইন্ড বয়েজ অ্যাকাডেমি থেকে এবার আটজন পরীক্ষা দিয়েছেন। প্রত্যেকেই ভালো নম্বর নিয়ে উত্তীর্ণ হয়েছেন।
সুমন সাহা