ডাক্তারি পড়ার স্বপ্ন? সবচেয়ে 'সস্তায়' কী ভাবে MBBS হবেন? দেশে না বিদেশে? জানুন 'সহজ' উপায়!
- Published by:Tias Banerjee
Last Updated:
ডাক্তার হওয়ার স্বপ্ন আর শুধুই ধনীদের নয় — সঠিক পরিকল্পনা ও সঠিক দেশ বেছে নিলে, আজকের দিনে মাঝারি আয়ের পরিবারের ছাত্রছাত্রীদের পক্ষেও সেই স্বপ্ন পূরণ করা সম্পূর্ণ সম্ভব।
advertisement
ডাক্তার হওয়া সহজ নয়। দীর্ঘ প্রস্তুতি, কঠিন পরীক্ষা, আর অগাধ খরচ — সব মিলিয়ে মেডিকেল পড়াশোনা অনেকের স্বপ্ন, কিন্তু বাস্তবে তা পূরণ করতে পারেন না অনেকেই। ভারতে এমবিবিএস মানে প্রথমেই এনইইটি (NEET) পরীক্ষায় উত্তীর্ণ হওয়া, তারপর বিশাল অঙ্কের ফি দিয়ে মেডিকেল কলেজে ভর্তি হওয়া। যদি বিকল্প পথ না জানেন, হাতছাড়া হয়ে যেতে পারে স্বপ্ন।
advertisement
advertisement
প্রতি বছর ভারতে লক্ষ লক্ষ ছাত্রছাত্রী ডাক্তার হওয়ার স্বপ্ন নিয়ে মেডিকেল প্রবেশিকা পরীক্ষায় বসে। কিন্তু সরকারি কলেজে আসন সীমিত এবং প্রতিযোগিতা তীব্র হওয়ায়, অধিকাংশ যোগ্য প্রার্থীই সেই সুযোগ পান না। বেসরকারি কলেজে ভর্তি হলে তাঁদের গুনতে হয় বিপুল অর্থ — এতটাই যে অনেক পরিবারকে ঋণ নিতে হয়, কারও কারও ক্ষেত্রে সম্পত্তি বিক্রি করতে পর্যন্ত বাধ্য হতে হয়।
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
advertisement
উজবেকিস্তান (Uzbekistan)-এ বার্ষিক এমবিবিএস ফি পড়ে প্রায় ₹২.৫ লক্ষ থেকে ₹৪.৫ লক্ষ। কাজাখস্তান (Kazakhstan)-এ খরচ প্রায় ₹৩ থেকে ₹৫ লক্ষ, রাশিয়া (Russia)-তে প্রায় ₹৪ থেকে ₹৬ লক্ষ, ফিলিপাইনস (Philippines)-এ প্রায় ₹৫ থেকে ₹৭ লক্ষ, আর জর্জিয়া (Georgia) ও ইউক্রেন (Ukraine)-এও তুলনামূলকভাবে কম খরচে উচ্চমানের চিকিৎসা শিক্ষা পাওয়া যায়।
advertisement
advertisement
advertisement
উজবেকিস্তান (Uzbekistan)-এ বার্ষিক এমবিবিএস ফি পড়ে প্রায় ₹২.৫ লক্ষ থেকে ₹৪.৫ লক্ষ। কাজাখস্তান (Kazakhstan)-এ খরচ প্রায় ₹৩ থেকে ₹৫ লক্ষ, রাশিয়া (Russia)-তে প্রায় ₹৪ থেকে ₹৬ লক্ষ, ফিলিপাইনস (Philippines)-এ প্রায় ₹৫ থেকে ₹৭ লক্ষ, আর জর্জিয়া (Georgia) ও ইউক্রেন (Ukraine)-এও তুলনামূলকভাবে কম খরচে উচ্চমানের চিকিৎসা শিক্ষা পাওয়া যায়।
advertisement