বারো মাস মিলবে আঁটি আঁটি 'ধনেপাতা'...! বাজার থেকে দাম দিয়ে কিনতে হবে না, বাড়িতেই এই কায়দায় করুন 'চাষ'!
- Reported by:Rudra Narayan Roy
- hyperlocal
- Published by:Sanjukta Sarkar
Last Updated:
রান্নায় স্বাদ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। ঝালমুড়ি থেকে শুরু করে ঘুঘনি, সবেতেই কুচিয়ে দেওয়া হয় ধনেপাতা। আবার এই পাতা বেটে গরম ভাতে চাটনি হিসেবেও খাওয়া হয়। এবার সঠিক কায়দা শিখে নিন। ১২ মাস আপনার বারান্দায় এই পদ্ধতিতে করুন শীতের ধনেপাতা চাষ। ম্যাজিক দেখাবে।
advertisement
advertisement
advertisement
advertisement
যদিও সব রকমের মাটিতেই ধনেপাতার চাষ করা যায়। তবে বেলে দোঁ-আশ থেকে এঁটেল দোঁ-আশ মাটি ধনেপাতা চাষের জন্য বেশি উপযোগী। ধনেপাতা চাষের জন্য জল নিষ্কাশনের সুবিধা থাকতেই হবে। আস্ত কিছু ধনে ২৪ ঘণ্টা কাপড়ে জড়িয়ে ভিজিয়ে রাখুন। তাতে তাড়াতাড়ি গাছ জন্মাবে। আবার মাটিতে ধনে ছড়িয়ে ওপরে সামান্য ঝুরো মাটি দিয়ে অল্প জল দিয়ে কিছুদিন রেখে দিলেও গাছ জন্মাবে
advertisement
খুব বেশি জল দিতে হবে না। ২-১ দিন পরপর জল দিলেই চলবে। এরপর বাড়ির ব্যালকনি বা বারান্দায় ঝুলিয়েই রাখুন, তাতে দেখতেও ভালো লাগবে। আর তা না হলে ছাদের এক কোনায় রেখে দিতে পারেন এই বোতল। গাছ বড় হলে প্রয়োজন মতো বড় পাতা কাঁচি দিয়ে কেটে নিন। ডাল থেকেই আবার নতুন পাতা গজাবে। গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিন। আর এই ভাবেই শুধু শীতকাল নয়, বারো মাসই ধনেপাতার চাষ করুন বাড়িতে







