বারো মাস মিলবে আঁটি আঁটি 'ধনেপাতা'...! বাজার থেকে দাম দিয়ে কিনতে হবে না, বাড়িতেই এই কায়দায় করুন 'চাষ'!

Last Updated:
রান্নায় স্বাদ বাড়াতে ধনেপাতার জুড়ি নেই। ঝালমুড়ি থেকে শুরু করে ঘুঘনি, সবেতেই কুচিয়ে দেওয়া হয় ধনেপাতা। আবার এই পাতা বেটে গরম ভাতে চাটনি হিসেবেও খাওয়া হয়। এবার সঠিক কায়দা শিখে নিন। ১২ মাস আপনার বারান্দায় এই পদ্ধতিতে করুন শীতের ধনেপাতা চাষ। ম্যাজিক দেখাবে।
1/6
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ধনেপাতা অতি জনপ্রিয় একটি শাক। রান্নায় স্বাদ বাড়াতে তার জুড়ি নেই। ধনে পাতা ঝালমুড়ি থেকে শুরু করে ঘুঘনি- সবেতেই কুচিয়ে দেওয়া হয়। ধনে পাতা বেটে গরম ভাতে চাটনি হিসেবেও খাওয়া হয়। আপনার বারান্দায় ওনা সেই এই পদ্ধতিতে শীতে ধনেপাতা চাষ করতে পারেন
উত্তর ২৪ পরগনা, রুদ্র নারায়ণ রায়: ধনেপাতা অতি জনপ্রিয় একটি শাক। রান্নায় স্বাদ বাড়াতে তার জুড়ি নেই। ধনে পাতা ঝালমুড়ি থেকে শুরু করে ঘুঘনি- সবেতেই কুচিয়ে দেওয়া হয়। ধনে পাতা বেটে গরম ভাতে চাটনি হিসেবেও খাওয়া হয়। আপনার বারান্দায় ওনা সেই এই পদ্ধতিতে শীতে ধনেপাতা চাষ করতে পারেন
advertisement
2/6
টব বা গামলা রাখার জায়গা কম! চিন্তা নেই, প্ল্যাস্টিকের বোতলেই এই পদ্ধতি মেনে চাষ করুন ধনেপাতা। ব্যবহৃত প্ল্যাস্টিকের বোতল ফেলে না দিয়ে তাতেই ধনেপাতা গাছ লাগাতে পারবেন। বাড়তি তেমন কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠবে ধনেপাতা
টব বা গামলা রাখার জায়গা কম! চিন্তা নেই, প্ল্যাস্টিকের বোতলেই এই পদ্ধতি মেনে চাষ করুন ধনেপাতা। ব্যবহৃত প্ল্যাস্টিকের বোতল ফেলে না দিয়ে তাতেই ধনেপাতা গাছ লাগাতে পারবেন। বাড়তি তেমন কোনো যত্ন ছাড়াই বেড়ে উঠবে ধনেপাতা
advertisement
3/6
শুধু শীতে নয়,প্লাস্টিকের বোতলে প্রায় বারো মাসই ধনেপাতার চাষ করা যায়। তবে শীতের সময় এর ফলন ভালো হয়। এজন্য প্লাস্টিকের এক লিটার বা দু লিটারের বোতল নিন। কাঁচি দিয়ে বোতল আড়াআড়ি ভাবে কেটে নিন
শুধু শীতে নয়,প্লাস্টিকের বোতলে প্রায় বারো মাসই ধনেপাতার চাষ করা যায়। তবে শীতের সময় এর ফলন ভালো হয়। এজন্য প্লাস্টিকের এক লিটার বা দু লিটারের বোতল নিন। কাঁচি দিয়ে বোতল আড়াআড়ি ভাবে কেটে নিন
advertisement
4/6
এতে ধনে চাষের জন্য দুটি পাত্র ও জায়গা তৈরি হয়ে গেল। এরপর ওই বোতল গুলির তলার দিকে ফুটো করে নিন। তাতে বাড়তি জল বেরিয়ে যাবে
এতে ধনে চাষের জন্য দুটি পাত্র ও জায়গা তৈরি হয়ে গেল। এরপর ওই বোতল গুলির তলার দিকে ফুটো করে নিন। তাতে বাড়তি জল বেরিয়ে যাবে
advertisement
5/6
যদিও সব রকমের মাটিতেই ধনেপাতার চাষ করা যায়। তবে বেলে দোঁ-আশ থেকে এঁটেল দোঁ-আশ মাটি ধনেপাতা চাষের জন্য বেশি উপযোগী। ধনেপাতা চাষের জন্য জল নিষ্কাশনের সুবিধা থাকতেই হবে। আস্ত কিছু ধনে ২৪ ঘণ্টা কাপড়ে জড়িয়ে ভিজিয়ে রাখুন। তাতে তাড়াতাড়ি গাছ জন্মাবে। আবার মাটিতে ধনে ছড়িয়ে ওপরে সামান্য ঝুরো মাটি দিয়ে অল্প জল দিয়ে কিছুদিন রেখে দিলেও গাছ জন্মাবে
যদিও সব রকমের মাটিতেই ধনেপাতার চাষ করা যায়। তবে বেলে দোঁ-আশ থেকে এঁটেল দোঁ-আশ মাটি ধনেপাতা চাষের জন্য বেশি উপযোগী। ধনেপাতা চাষের জন্য জল নিষ্কাশনের সুবিধা থাকতেই হবে। আস্ত কিছু ধনে ২৪ ঘণ্টা কাপড়ে জড়িয়ে ভিজিয়ে রাখুন। তাতে তাড়াতাড়ি গাছ জন্মাবে। আবার মাটিতে ধনে ছড়িয়ে ওপরে সামান্য ঝুরো মাটি দিয়ে অল্প জল দিয়ে কিছুদিন রেখে দিলেও গাছ জন্মাবে
advertisement
6/6
খুব বেশি জল দিতে হবে না। ২-১ দিন পরপর জল দিলেই চলবে। এরপর বাড়ির ব্যালকনি বা বারান্দায় ঝুলিয়েই রাখুন, তাতে দেখতেও ভালো লাগবে। আর তা না হলে ছাদের এক কোনায় রেখে দিতে পারেন এই বোতল। গাছ বড় হলে প্রয়োজন মতো বড় পাতা কাঁচি দিয়ে কেটে নিন। ডাল থেকেই আবার নতুন পাতা গজাবে। গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিন। আর এই ভাবেই শুধু শীতকাল নয়, বারো মাসই ধনেপাতার চাষ করুন বাড়িতে
খুব বেশি জল দিতে হবে না। ২-১ দিন পরপর জল দিলেই চলবে। এরপর বাড়ির ব্যালকনি বা বারান্দায় ঝুলিয়েই রাখুন, তাতে দেখতেও ভালো লাগবে। আর তা না হলে ছাদের এক কোনায় রেখে দিতে পারেন এই বোতল। গাছ বড় হলে প্রয়োজন মতো বড় পাতা কাঁচি দিয়ে কেটে নিন। ডাল থেকেই আবার নতুন পাতা গজাবে। গাছ খুব ঘন হলে তা তুলে পাতলা করে দিন। আর এই ভাবেই শুধু শীতকাল নয়, বারো মাসই ধনেপাতার চাষ করুন বাড়িতে
advertisement
advertisement
advertisement