শীত মানেই নলেন গুড়ের মিষ্টি...! বাড়িতে বসেই বানিয়ে ফেলুন মন ভোলানো স্বাদের সন্দেশ
- Reported by:JULFIKAR MOLLA
- local18
- Published by:Rachana Majumder
Last Updated:
ছানা তৈরি হয়ে গেলে সেটিকে একটি পরিষ্কার থালায় নিয়ে ভালভাবে মেখে নিতে হবে। হাতের তালু দিয়ে ছানাটি মসৃণ ও নরম না হওয়া পর্যন্ত মাখা জরুরি। ছানা যত বেশি মসৃণ হবে, সন্দেশ ততটাই সুন্দর হবে।
শীত মানেই নলেন গুড়ের মিষ্টি গন্ধে মন ভরে ওঠা। খেজুর রস থেকে তৈরি এই বিশেষ গুড় বাঙালির শীতের খাবারের অবিচ্ছেদ্য অংশ। নলেন গুড়ের সন্দেশ শুধু একটি মিষ্টান্ন নয়, এটি শীতের উৎসব, পারিবারিক আড্ডা আর বাঙালির রসনার সঙ্গে গভীরভাবে জড়িয়ে থাকা এক ঐতিহ্য। বাইরে থেকে কেনার বদলে বাড়িতেই খুব সহজে বানানো যায় এই সুস্বাদু সন্দেশ।
advertisement
সন্দেশ তৈরির জন্য প্রথমেই প্রয়োজন ভাল মানের ছানা। টাটকা ফুলক্রিম দুধ ফুটিয়ে তাতে লেবুর রস বা ভিনিগার দিয়ে দুধ কাটিয়ে নিতে হবে। দুধ পুরোপুরি কাটলে পরিষ্কার কাপড়ে ছেঁকে ছানাটি ঠান্ডা জলে ধুয়ে নিতে হবে, যাতে লেবুর গন্ধ না থাকে। এরপর কাপড়ে বেঁধে অতিরিক্ত জল ঝরিয়ে নিতে হবে, তবে ছানা যেন একেবারে শুকিয়ে না যায়, সেদিকে খেয়াল রাখতে হবে।
advertisement
advertisement
এবার মাখা ছানার মধ্যে পরিমাণ মতো নলেন গুড় মিশিয়ে নিতে হবে। গুড় বেশি দিলে সন্দেশ নরম হয়ে যেতে পারে, তাই পরিমিত ব্যবহার করা প্রয়োজন। একটি নন-স্টিক কড়াইয়ে এই মিশ্রণটি মাঝারি আঁচে বসিয়ে হালকা নাড়তে হবে। বেশি সময় রান্না করলে সন্দেশ শক্ত হয়ে যেতে পারে, তাই খেয়াল রাখতে হবে মিশ্রণটি কড়াই থেকে ছেড়ে এলে আগুন বন্ধ করতে হবে।
advertisement
advertisement





