Roof Gardening Tips: ছাদের বাগানে ভুরিভুরি ফুল, টবেই হবে ‘গুলবাহার’, সস্তার কিছু জিনিস মেশান মাটিতে, রইল পরামর্শ
- Reported by:Suman Saha
- hyperlocal
- Published by:Debalina Datta
Last Updated:
Roof Gardening Tips: শীতকালে অনেকেই ছাদে নানা ফুলগাছ লাগান। কিন্তু কিভাবে গাছের খাদ্য দিতে হবে সেই সম্পর্কে তা জেনে নিন
advertisement
advertisement
advertisement
একটি প্রাকৃতিক জৈব সার। ফুল, ফল বা যে কোনও সবজির জন্য প্রায় সকল প্রকার মাইক্রো নিউট্রিয়েন্ট রয়েছে এই সারে। এজন্য এই সারকে গাছের সুপারফুড বলা হয়ে থাকে। ২০০ গ্রাম সর্ষের খোল বাজার থেকে কিনে আনুন। তারপর ১ লিটার জলে ৭ দিন ভিজিয়ে রেখে পচিয়ে নিন। খোল পচানোর সময় পাত্র বা বোতলের মুখে ছোট একটা ফুটো করে দেবেন।
advertisement
পচে গেল ওই খোল পচা জল ১০ লিটার জলে ভাল করে মিশিয়ে নিন। তৈরি হয়ে গেছে আপনার জৈব সার। আর পদ্ধতিতে নিজের বাড়িতে নিজের বিভিন্ন ছাদ বাগানে নিজের তৈরি সার ব্যবহার করে ফুটিয়ে তুলতে পারেন একের পর এক সৌন্দর্য ফুলের চারাগাছ। তাই আর দেরি না করে এই টিপসগুলি ব্যবহার করে নিজের হাতে সার তৈরি করুন। (Input- Suman Saha)








