পুরুলিয়া জেলার রামকৃষ্ণ মিশন বরাবরই মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে দুর্দান্ত রেজাল্ট করে থাকে। পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্রদের রেজাল্টের দিকে তাকিয়ে থাকে গোটা জেলার মানুষেরা। কিন্তু এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষার মেধাতালিকায় নাম নেই পুরুলিয়ার রামকৃষ্ণ মিশনের। ঠিক কি কারণে এ বছর উচ্চমাধ্যমিক পরীক্ষায় রামকৃষ্ণ মিশন পিছিয়ে পড়ল। কেন এ বছর তাদের ছাত্ররা মেধা তালিকায় জায়গা করতে পারল না? সেই প্রশ্নই এসেছে অনেকের মনে।
advertisement
আরও পড়ুনঃ বাবার দেহ বাড়িতে রেখে পরীক্ষা দিয়ে গিয়েছিল, ফিরে এসে মুখাগ্নি, উচ্চ মাধ্যমিকে কত পেল মৌসুমি?
আরও পড়ুনঃ কলকাতায় এক বিয়ে ঘিরে তোলপাড়, মন্দিরে মালা বদল দু’জনের! পরিচয় জেনেই চমকাচ্ছে সকলে
এ প্রসঙ্গে পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী জ্ঞানরূপানন্দ বলেন, “পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে মোট ৪৮ জন পরীক্ষার্থী এ বছর উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিল। তারা সবাই কৃতকার্য হয়েছে। প্রত্যেকেই স্টার মার্কস পেয়ে পাশ করেছে। কিন্তু যে ভাবে প্রতি বছর ছাত্রদের সাফল্য আসে, এ বছর আশানুরূপ ফল করতে পারেনি পড়ুয়ারা। তার সঠিক কারণ আমরাও বুঝতে পারছি না। বিষয়টি নিয়ে আলোচনা করা হবে কেন ছাত্ররা এতখানি পিছিয়ে পড়ল।”
রাজ্যের অন্যান্য স্কুলগুলির মধ্যে থেকে পুরুলিয়া রামকৃষ্ণ মিশন অন্যতম। বরাবরই দুর্দান্ত রেজাল্টের জন্য পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের নাম থাকে মাধ্যমিক উচ্চমাধ্যমিকের মেধা তালিকায়। এবছরও মাধ্যমিকের পুরুলিয়ার মধ্যে থেকে যে ৬ জন কৃত ছাত্রের নাম মেধা তালিকায় ছিল তারা প্রত্যেকেই পুরুলিয়া রামকৃষ্ণ মিশনের ছাত্র। তাই উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় রামকৃষ্ণ মিশনের নাম না থাকায় অনেকটাই হতাশ হয়েছে জেলার মানুষ।
শমিষ্ঠা ব্যানার্জি