নর্থবেঙ্গল এলিট অ্যাকাডেমির মাধ্যমে এই ফার্মেসির ডিপ্লোমা কোর্সের করানো হবে। আর কিছুদিনের মধ্যেই দুই বছরের এই ডিপ্লোমা কোর্সের জন্য ২০২৩-২০২৫ শিক্ষাবর্ষে ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। জানা গিয়েছে এই ডিপ্লোমা কোর্স পড়তে প্রায় ২ বছরের ২ লক্ষ টাকা খরচ হবে ছাত্রী-ছাত্রীদের।
আরও পড়ুন: গৃহশিক্ষক গড়ছেন প্রতিমা! মূর্তি পাড়ি দেবে ভিন রাজ্যে
advertisement
নর্থবেঙ্গল এলিট ফার্মেসি কলেজের সম্পাদক মহম্মদ আবুল কামাল বলেন’ “এবার মেধাবী ছাত্র-ছাত্রীদের কর্মসংস্থানের জন্য নর্থ বেঙ্গল এলিট ফার্মেসি কলেজের উদ্বোধন করা হল। এই ফার্মেসি কোর্সে শিক্ষা নিয়ে ছাত্র ছাত্রীরা ভবিষ্যতে একটা জীবিকার সন্ধান করে নিতে পারবে।”
আরও পড়ুন: কৌশিকী অমাবস্যায় তারাপীঠ মন্দিরে ভিড় সামাল দিতে অভিনব উদ্যোগ প্রশাসনের! তৎপর মন্দির কর্তৃপক্ষও
উল্লেখ্য, এতদিন কল্যানী, বাঁকুড়া এবং জলপাইগুড়ি ইনস্টিটিউট অফ ফার্মেসিতে এই কোর্সটি পড়ানো হতো। তবে এবার এই প্রথম উত্তর দিনাজপুর জেলাতেও ফার্মেসি ডিপ্লোমা কোর্স পড়ানো হবে। উত্তর দিনাজপুর জেলার করণ দীঘিতে নর্থবেঙ্গল এলিট অ্যাকাডেমির মাধ্যমে এই ফার্মেসি ডিপ্লোমা কোর্স করানো হবে।
পিয়া গুপ্তা