Durga Puja 2023: গৃহশিক্ষক গড়ছেন প্রতিমা! মূর্তি পাড়ি দেবে ভিন রাজ্যে

Last Updated:

পরিবারের কেউই মৃৎশিল্পী নয় এমনকি কাছাকাছি কোনও মূর্তি তৈরির কারখানা নেই। ছোটবেলায় কেউ কখনও তাকে এগুলি শেখায়নি। কিন্তু নদিয়ার শান্তিপুর চড়কতলা জগন্নাথ বাবু সফল ভাবে তাঁর শিল্পকর্ম চালিয়ে যাচ্ছেন। তার তৈরি ঠাকুর বিগত কয়েক বছর ধরে দেশে-বিদেশে পাড়ি দিচ্ছে।

+
title=

শান্তিপুর:  পেশায় গৃহ শিক্ষক জগন্নাথ বাবুর শিল্পকর্মের সুখ্যাতি এখন জেলা ছাড়িয়ে রাজ্যে ছড়িয়ে পড়েছে। পরিবারের কেউই মৃৎশিল্পী নয় এমনকি কাছাকাছি কোনও মূর্তি তৈরির কারখানা নেই। ছোটবেলায় কেউ কখনও তাকে এগুলি শেখায়নি। কিন্তু নদিয়ার শান্তিপুর চড়কতলা জগন্নাথ বাবু সফল ভাবে তাঁর শিল্পকর্ম চালিয়ে যাচ্ছেন। তার তৈরি ঠাকুর বিগত কয়েক বছর ধরে দেশে-বিদেশে পাড়ি দিচ্ছে।
বাবা রাম প্রামাণিক পেশায় তাঁত শিল্পী ছিলেন, মা বাড়িতে সুতো পাকিয়ে সংসার চালাতেন। সংসারে ছিল অনেক অভাবে। কিন্তু তাও ইংরেজি বিভাগে স্নাতক করেছে একমাত্র সন্তানকে।
advertisement
কিন্তু বর্তমান পরিস্থিতি অনুযায়ী চাকরির কোনও সম্ভাবনা এক প্রকার নেই জেনেই, গৃহ শিক্ষকতা শুরু করেন জগন্নাথ বাবু। তবে ছোটবেলা থেকেই শিল্পবোধ ছিল তাঁর মধ্যে। শিল্পের প্রতি অসম্ভব ঝোঁক তার ছোটবেলা থেকেই। মায়ের কথায় , মাখা আটা দিয়ে হোক বা বাড়ির উঠোনের কাদা, ছোটবেলা থেকেই অসম্ভব সুন্দর বিষয়বস্তু উপস্থাপিত করতেন তিনি। মাঝেমধ্যেই বানাতেন পুতুল, মূর্তি।
advertisement
জগন্নাথ বাবু জানান সোশ্যাল মিডিয়ায় পোস্টের মাধ্যমে তাঁর কাজের প্রচার তিনি শুরু করেন। আজ থেকে পাঁচ বছর আগে প্রথম একটি মূর্তির অর্ডার পান তিনি। এখান থেকেই পথ চলা শুরু, তারপর ভার্চুয়াল জগতে তাঁর পরিচিতি বৃদ্ধি পেতে শুরু করে। তাঁর বানানো মূলত স্বরস্বতী, অন্নপূর্ণা, জগদ্ধাত্রী এবং দুর্গা প্রতিমার মূর্তি প্রতিবছরেই রাজ্যের বিভিন্ন প্রান্ত-সহ রাজ্যের বাইরেও পাড়ি দেয়।
advertisement
এবারেও তাঁর তৈরি এই দুর্গা প্রতিমা যাচ্ছে কলকাতার ঠাকুরপুকুরে, যা আজ থেকে ছ মাস আগে অর্ডার পেয়েছিলেন তিনি। তবে লাগাতার সময় দিতে না পারলেও টিউশন পড়ানোর ফাঁকে ফাঁকে প্রায় প্রতিদিন অল্প-বিস্তর সময় দিয়ে ছ মাসে সম্পূর্ণ হয়েছে প্রতিমা গড়ার কাজ। অর্ধ সমাপ্ত অবস্থায় বাকি রয়েছে আরও তিনটি প্রতিমা তৈরির কাজ, যার মধ্যে দুটি কলকাতায় গেলেও একটি যাবে বেঙ্গালুরুতে।
advertisement
তবে , স্ত্রী আসার পরে জগন্নাথ বাবু সিদ্ধান্ত নিয়েছেন আগামী দিনে বাড়ির ছোট্ট বারান্দায় ওয়ার্কশপ গড়বেন। শিল্পের প্রতি আগ্রহী আরও অনেক ছেলেমেয়েদের নিয়ে তিনি গড়ে তুলতে চান তাঁর ওয়ার্কশপ।
Mainak Debnath
বাংলা খবর/ খবর/নদিয়া/
Durga Puja 2023: গৃহশিক্ষক গড়ছেন প্রতিমা! মূর্তি পাড়ি দেবে ভিন রাজ্যে
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement