Raksha Bandhan 2023: পরিবেশ রক্ষার অভিনব বার্তা! গাছে রাখি বাঁধল ছাত্রীরা

Last Updated:

পরিবেশের ভারসাম্য বা বাস্তুতন্ত্রকে রক্ষা করতে অভিনব উদ্যোগ গ্রহন করল খুদে স্কুল পড়ুয়ারা। বড় বড় গাছে রাখি পরিয়ে প্রকৃতি বাঁচানোর বার্তা স্কুল পড়ুয়াদের।

+
title=

মালদহ: ভ্রাতৃত্বের বন্ধন দৃঢ় করতে রাখিবন্ধন উৎসব। শুধুমাত্র মানুষের মধ্যেই সীমাবদ্ধ নয়। পরিবেশের সমস্ত জীবের সঙ্গে মানুষের এই বন্ধন রয়েছে। বাস্তুতন্ত্রে একে অপরের পরিপূরক। আর এই পরিবেশের ভারসাম্য বা বাস্তুতন্ত্রকে রক্ষা করতে অভিনব উদ্যোগ গ্রহন করল খুদে স্কুল পড়ুয়ারা। বড় বড় গাছে রাখি পরিয়ে প্রকৃতি বাঁচানোর বার্তা স্কুল পড়ুয়াদের।
গাছ হল মানুষের প্রিয় বন্ধু। গাছ মানুষকে নানান ভাবে সাহায্য করছে। কিন্তু এক শ্রেণীর মানুষ বেআইনি ভাবে গাছ কেটে ফেলছে। এতে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। আগামীতে মানুষ সমস্যায় পড়বে। পরিবেশ রক্ষা করা সকলের কর্তব্য। সেই বার্তা দিতেই গাছকে ভাই মেনে রাখি বাঁধল খুদে পড়ুয়ারা। তাদের মূল লক্ষ্য মানুষ যেন গাছ না কাটে।
advertisement
advertisement
ছাত্রী পর্ণা তালুকদার বলেন, “রাখি বন্ধন উৎসব উপলক্ষে আমরা গাছকে ভাই হিসেবে রাখি পরালাম। আমাদের মূল উদ্দেশ্য কাজ যেন কেউ না কাটে। পরিবেশে গাছ আছে বলে আজ আমরা বেঁচে আছি। তাই গাছকে আমাদের রক্ষা করতে হবে।
advertisement
মালদহের ইংরেজবাজার পুরসভার ২৫ নম্বর ওয়ার্ডের ঘোড়াপীর এলাকায় একটি স্কুলের ছাত্রীরা এই উদ্যোগে সামিল হয়েছিলেন। এদিন সকালে ছাত্রীরা স্কুলে এসেই প্রথমে গাছকে রাখি পড়াতে শুরু করে। অনেকেই নিজের হাতে রাখি তৈরি করে নিয়ে এসেছিল। গাছে বাঁধার সুবিধার মত সুতো দিয়ে বড় বড় আকারের রাখি তৈরি করেছে তারা। নিজেদের হাতে তৈরি করা রাখির মধ্যেও সবুজ রক্ষার বার্তা রয়েছে।
advertisement
স্কুল ক্যাম্পাসেই রয়েছে বাগান। সেখানে একাধিক বড় বড় গাছে ছাত্রীরা এক সঙ্গে গিয়ে রাখি পড়ায়। তাদের এই উদ্যোগে সামিল হয়েছিল স্কুল কতৃপক্ষ। স্কুলের প্রধান শিক্ষক বুদ্ধদেব দাস বলেন, “রাখি বন্ধন উৎসব পালন করলাম। সমাজ, রাষ্ট্র, প্রকৃতির সুরক্ষার বার্তা দেওয়ার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। গাছ বাঁচানোর বার্তা দেওয়া হল এই রাখি বন্ধন উৎসবের মাধ্যমে। ছাত্রীরা গাছে রাখি বাঁধল।”
advertisement
হরষিত সিংহ
view comments
বাংলা খবর/ খবর/মালদহ/
Raksha Bandhan 2023: পরিবেশ রক্ষার অভিনব বার্তা! গাছে রাখি বাঁধল ছাত্রীরা
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement