আরও পড়ুনঃ মাধ্যমিকের মেধাতালিকায় বড়সড় রদবদল! রিভিউ স্ক্রটিনির রেজাল্ট প্রকাশের পর বিরাট চমক
ছোট থেকেই পড়াশোনায় মেধাবী রকিউল। মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকে ৯০ শতাংশের বেশি নম্বর পেয়ে নজর কাড়া ফল ছিল তার। চিকিৎসক হওয়ার লক্ষ্য নিয়ে শুরু করে নিট পরীক্ষার প্রস্তুতি। নিট উত্তীর্ণ রকিউল রেজা জানান, “ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার জন্য কোচিং নিয়ে নিয়মিত পড়াশোনা করতাম। পাশাপাশি ইউটিউব থেকেও অনেক সাহায্য নিয়েছি। তার লক্ষ্য, ভবিষ্যতে একজন সফল কার্ডিওলজিস্ট চিকিৎসক হওয়া।” রকিউলের মা রোকেয়া খাতুন বলেন, “আমার দুই ছেলেই খুব ভাল পড়াশোনা করে। স্বামীর পরিশ্রমেই ওদের এতদূর পৌঁছন সম্ভব হয়েছে। এখনও মাটির ঘরে থাকলেও আশা করি ওদের জন্য একদিন সব বদলে যাবে।”
advertisement
রকিউলের বাবা শেখ সাহাজান আলি একজন পরিযায়ী শ্রমিক। বর্তমানে তিনি ভিন রাজ্য মুম্বইয়ে নির্মাণ শ্রমিকের কাজ করছেন। অভাব অনটনের মধ্যেও দুই ছেলের শিক্ষার খরচ চালিয়ে যাচ্ছেন তিনি। পরিযায়ী শ্রমিকের ছেলের এমন সাফল্য অনুপ্রেরণা যোগাচ্ছে জেলার শিক্ষা মহলে।
জিএম মোমিন।