সিউড়ি থানার ছোট আলুন্দা গ্রামের বাসিন্দা মহম্মদ রেজাউল্লাহ। স্থানীয় ইটাগরিয়া উচ্চ বিদ্যালয় স্কুলে পড়াশোনা করতেন। তাঁর এই নজরকাড়া ফলাফলে গর্বিত সকলেই। এই চিকিৎসক প্রবেশিকা পরীক্ষায় মোট ৭২০ নম্বরের মধ্যে ৭০৫ পেয়েছেন রেজাউল্লাহ। এছাড়াও সদ্য প্রকাশিত উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৪৭০ নম্বর পেয়েছিলেন।
আরও পড়ুন: মেধাবীদের জন্য ভগবত গীতা স্কলারশিপ, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক পাশরা জানুন
advertisement
রেজাউল্লাহ জানান, স্কুলের শিক্ষকরা তাঁকে সব সময় প্রয়োজন মতো সহায়তা করেছেন। বাবা মহম্মদ হাবিবুল্লাহ জেলাশাসক দফতরের কর্মচারী। মা রাবেয়া খাতুন গৃহবধূ এবং দাদা মহম্মদ রিয়াসাতুল্লাহ পদার্থবিদায় স্নাতক করেছেন। স্কুলের শিক্ষকরা জানান, বরাবরের মেধাবী রেজাউল্লাহ। ক্লাস সিক্সে যখন পড়াশোনা করতেন, তখনই তিনি উচ্চ মাধ্যমিকের অঙ্ক করে দিতে পারতেন।
আরও পড়ুন: হুড়মুড়িয়ে ওজন কমবে! স্টার ফল খেয়ে স্টারদের মতো ফিগার পেতে পারেন, জানুন
স্কুলের শিক্ষকরা তাঁর এই সাফল্যে মোটেই অবাক নন। কারণ তাঁরা জানতেন তাঁদের ছাত্র অবশ্যই সাফল্যের শীর্ষে থাকবে। রেজাউল্লা বলেন, “একাদশ শ্রেণী থেকে দু-বছর এই চিকিৎসক প্রবেশিকা পরীক্ষার জন্য একটি অনলাইন কোচিং করেছিলাম। আর বাকিটা নিজে এবং স্কুলের শিক্ষকদের কাছ থেকেই পেয়েছি। যারা ভবিষ্যতে ভাল কিছু করতে চান সে সমস্ত পড়ুয়াদের বলব কঠোর পরিশ্রম এবং নিজেকে সোশ্যাল মিডিয়া থেকে দূরে রেখে ইন্টারনেটকে সঠিক ভাবে ব্যবহার করে সাফল্যে পৌঁছনো যাবে।”
Subhadip Pal