TRENDING:

NEET PG 2023 Registration: NEET PG- পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করুন এখনই, হাতে সময় খুবই কম

Last Updated:

NEET PG পরীক্ষার রেজিস্ট্রেশনের পথ আবার খুলতে চলেছে ৷ আজ বিকেল ৩ টে থেকেই লিঙ্ক অ্যাকটিভেট করে দেওয়া হচ্ছে৷ ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১.৫৫ পর্যন্ত রেজিস্ট্রেশন করার জন্য নির্ধারিত সময়। কীভাবে রেজিস্ট্রেশন করবেন দেখে নিন

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়াদিল্লি: ন্যাশানাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ NEET PG পরীক্ষার রেজিস্ট্রেশনের পথ আবার খুলতে চলেছে ৷ যাঁরা এখনও রেজিস্ট্রেশন করেননি তাদের এই সুযোগ করে দিচ্ছে ন্যাশানাল বোর্ড অফ এক্সামিনেশন ইন মেডিক্যাল সায়েন্স (NBEMS) সংস্থা৷ আজ বিকেল ৩ টে থেকেই লিঙ্ক অ্যাকটিভেট করে দেওয়া হচ্ছে৷ আজ ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি রাত ১১.৫৫ পর্যন্ত রেজিস্ট্রেশন করার জন্য নির্ধারিত সময়৷
advertisement

লিঙ্ক উপলব্ধ হয়ে গেলেই প্রার্থীরা অফিসিয়াল ওয়েবসাইট natboard.edu.in-এ রেজিস্ট্রেশন করতে পারবেন৷

কীভাবে রেজিস্ট্রেশন করবেন ধাপে ধাপে দেখে নিন

ধাপ ১- প্রথমেই NBEMS-এর অফিসিয়াল ওয়েবসাইট- natboard.edu.in-এ যান

ধাপ ২- একটি পুন:নির্দেশিত পাতা খুলে যাবে, এখানে প্রার্থীরা রেজিস্টার করতে পারবেন

ধাপ ৩- এবার এখানে থাকা আবেদন পত্রটি ভরে ফেলুন

ধাপ ৫- প্রয়োজনীয় অর্থ প্রদান করুন

advertisement

ধাপ ৬- আরও অন্যান্য প্রয়োজন জন্য এখানে থাকা কনফরমেশন পাতাটি ডাউনলোড করুন

আরও পড়ুন: NEET PG পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি

রেজিস্ট্রেশন পূর্ণবার করবার সুযোগ দেওয়ার অন্যতম কারণ বোর্ডের পক্ষ থেকে ইন্টার্নশিপের কাট অফের তারিখ অগাস্ট ১১ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হয়েছে৷ অফিসিয়াল নোটিস অনুযায়ী যেসমস্ত প্রার্থীরা জুলাই ৭ থেকে আগস্ট ১১ তারিখের মধ্যে ইন্টার্নশিপ সম্পূর্ণ করবেন তারা যাতে NEET PG-পরীক্ষাতে রেজিস্ট্রশন করতে পারেন অর্থাৎ পরীক্ষা দিতে পারেন তাই এই ব্যবস্থা৷

advertisement

এনবিইএমএস-এর গাইডলাইন অনুযায়ী,‘‘প্রার্থীরা ২৭ জানুয়ারি পূর্ববর্তী রেজিস্ট্রেশন উইন্ডো বন্ধ হওয়ার সময় উপলব্ধ শহরগুলির মধ্যে পরীক্ষা দেওয়ার জন্য পছন্দের রাজ্য এবং শহর বেছে নিতে পারবেন, এক্ষেত্রে ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ অর্থাৎ যিনি প্রথম আসবেন তিনি প্রথম সুযোগ পাবেন’’৷

আরও পড়ুন: অ্যাডমিট কার্ড নিয়ে জরুরি ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের, ভুল সংশোধনের আবেদন করার শেষ দিন জানুন

advertisement

ফর্ম ফিলাপে কোনও ভুল ত্রুটি হলে তা ঠিকঠাক করার জন্য এডিট উইন্ডো খোলা থাকবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত৷ ফাইনাল বা সিলেক্টিভ উইন্ডো খোলা থাকবে ফেব্রুয়ারি ১৮ থেকে ফেব্রুয়ারি ২০ পর্যন্ত৷

সেরা ভিডিও

আরও দেখুন
২ বছর ধরে নিখোঁজ ছেলে! সোশ্যাল মিডিয়ার 'জাদু'তে খুঁজে পেল পরিবার
আরও দেখুন

যাঁরা দন্ত চিকিৎসা নিয়ে পড়াশুনা করতে চান,তাঁদের জন্যেও আছে সুযোগ৷ এনবিইএমএস-এর পক্ষ ন্যাশানাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট মাস্টার অফ ডেন্টাল সার্জারি (NEET MDS) ২০২৩-এও রেজিস্ট্রেশন উইন্ডোটি আবার খুলে দেওয়া হচ্ছে৷ ফেব্রুয়ারি ১০ থেকে ১২ তারিখের মধ্যে ইচ্ছুক প্রার্থীদের রেজিস্ট্রেশন করতে হবে৷

advertisement

বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET PG 2023 Registration: NEET PG- পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন করুন এখনই, হাতে সময় খুবই কম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল