কলকাতা: মঙ্গলবার, মাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা করেছে মধ্য শিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে পর্ষদের ক্যাম্প অফিসগুলোতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। আর ১৫ ফেব্রুয়ারি স্কুল থেকে অ্যাডমিট কার্ড পাবেন ছাত্র ছাত্রীরা। নির্দেশিকায় আরও জানানো হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে অভিযোগ দায়ের করার শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি। তারপর কোনও অভিযোগ নেওয়া হবে না।
আরও পড়ুন : জেইই মেইন সেশন ১ ফলাফল প্রকাশ, জেনে নিন কীভাবে দেখবেন রেজাল্টপ্রতিবছরই কিছু পড়ুয়ার মাধ্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে ভুল থাকে। নামের বানান, জন্মের সাল কিংবা অভিভাবকের নামে ভুল থেকেই থাকে। পর্ষদের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকায় এবার সেই ভুল সংশোধনের পদ্ধতির কথা স্পষ্ট ভাবে বলা হয়েছে। অ্যাডমিট কার্ডে যে কোনও ভুল সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আঞ্চলিক অফিসগুলিতে গিয়ে লিখিত আবেদন করতে হবে ছাত্র বা ছাত্রীকে । সংশোধনী আবেদনপত্র জমা দিতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে তারপর আর কোনও অভিযোগ নেওয়া হবে না।
আরও পড়ুন : মধ্যশিক্ষা পর্ষদের দফতরে বসেই অ্যাপের মাধ্যমে নজরদারি, মাধ্যমিক পরীক্ষায় এ বার নজিরবিহীন নিরাপত্তাপ্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ভাষা দিয়ে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হচ্ছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিয়ে ৪ মার্চ। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় এবার একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে এবং স্কুলগুলিকে চিঠি দিয়ে সিসিটিভি বসানোর কথার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর হলেও কড়া ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। এবার টোকাটুকির মতো ঘটনা রুখতে ও কেন্দ্রগুলিতে নজরদারির জন্য নয়া অ্যাপ আনছে পর্ষদ।
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Admit Card, Education, Madhyamik 2023