Madhyamik 2023: অ্যাডমিট কার্ড নিয়ে জরুরি ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের, ভুল সংশোধনের আবেদন করার শেষ দিন জানুন

Last Updated:

Madhyamik 2023: ১৫ ফেব্রুয়ারি স্কুল থেকে অ্যাডমিট কার্ড পাবেন ছাত্র ছাত্রীরা। আর অ্যাডমিট কার্ড নিয়ে অভিযোগ দায়ের করার শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি।

অ্যাডমিট কার্ড নিয়ে জরুরি ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের, ভুল সংশোধনের আবেদন করার শেষ দিন জানুন
অ্যাডমিট কার্ড নিয়ে জরুরি ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের, ভুল সংশোধনের আবেদন করার শেষ দিন জানুন
কলকাতা: মঙ্গলবার, মাধ্যমিক পরীক্ষা নিয়ে জরুরি ঘোষণা করেছে মধ্য শিক্ষা পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকায় জানানো হয়েছে আগামী ১৩ ফেব্রুয়ারি থেকে পর্ষদের ক্যাম্প অফিসগুলোতে অ্যাডমিট কার্ড পাঠানো হবে। আর ১৫ ফেব্রুয়ারি স্কুল থেকে অ্যাডমিট কার্ড পাবেন ছাত্র ছাত্রীরা। নির্দেশিকায় আরও জানানো হয়েছে অ্যাডমিট কার্ড নিয়ে অভিযোগ দায়ের করার শেষ দিন আগামী ২০ ফেব্রুয়ারি। তারপর কোনও অভিযোগ নেওয়া হবে না।
প্রতিবছরই কিছু পড়ুয়ার মাধ‍্যমিক পরীক্ষার অ্যাডমিট কার্ডে ভুল থাকে। নামের বানান, জন্মের সাল কিংবা অভিভাবকের নামে ভুল থেকেই থাকে। পর্ষদের পক্ষ থেকে দেওয়া নির্দেশিকায় এবার সেই ভুল সংশোধনের পদ্ধতির কথা স্পষ্ট ভাবে বলা হয়েছে। অ্যাডমিট কার্ডে যে কোনও ভুল সংশোধনের জন্য ২০ ফেব্রুয়ারির মধ্যে আবেদন করতে হবে। আঞ্চলিক অফিসগুলিতে গিয়ে লিখিত আবেদন করতে হবে ছাত্র বা ছাত্রীকে । সংশোধনী আবেদনপত্র জমা দিতে হবে ২০ ফেব্রুয়ারির মধ্যে তারপর আর কোনও অভিযোগ নেওয়া হবে না।
advertisement
advertisement
প্রসঙ্গত, আগামী ২৩ ফেব্রুয়ারি প্রথম ভাষা দিয়ে শুরু হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষা এবং শেষ হচ্ছে ঐচ্ছিক বিষয়ের পরীক্ষা দিয়ে ৪ মার্চ। অন্যদিকে, মাধ্যমিক পরীক্ষার নিরাপত্তায় এবার একাধিক পদক্ষেপ নিচ্ছে পর্ষদ। ইতিমধ্যেই পরীক্ষা কেন্দ্রগুলিকে এবং স্কুলগুলিকে চিঠি দিয়ে সিসিটিভি বসানোর কথার পাশাপাশি পরীক্ষা কেন্দ্রে ভাঙচুর হলেও কড়া ব‍্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে পর্ষদ। এবার টোকাটুকির মতো ঘটনা রুখতে ও কেন্দ্রগুলিতে নজরদারির জন্য নয়া অ্যাপ আনছে পর্ষদ।
view comments
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Madhyamik 2023: অ্যাডমিট কার্ড নিয়ে জরুরি ঘোষণা মধ্য শিক্ষা পর্ষদের, ভুল সংশোধনের আবেদন করার শেষ দিন জানুন
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement