NEET PG 2023: NEET PG পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি

Last Updated:

কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্যর কাছে NEET PG পরীক্ষা স্থগিত করার জন্য অনুরোধ জানাল FAIMA। ডাক্তারদের এই সংস্থাটি আরও জানাচ্ছে যে যদি এই বছর মার্চের ৫ তারিখে NEET PG পরীক্ষা হয় তবে প্রায় ১০,০০০ প্রার্থী এই পরীক্ষায় বসতে পারবেন না৷

NEET PG পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি
NEET PG পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি
নয়াদিল্লি:  কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মনসুখ মান্ডব্যর কাছে ন্যাশানাল এলিজিবিলিটি কাম এনট্রান্স টেস্ট,পোস্ট গ্রাজুয়েট অর্থাৎ NEET PG পরীক্ষা স্থগিত করার জন্য চিঠি লিখে অনুরোধ জানাল ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিক্যাল অ্যাসোসিয়েশন( FAIMA)৷ প্রার্থীদের জন্য ইন্টার্নশিপের যোগ্যতা পুনর্বিবেচনা করার জন্যও কেন্দ্রীয় মন্ত্রীকে অনুরোধ জানিয়েছে সংস্থাটি৷
শুধুমাত্র এই একটি বিষয় নয়, নিট পিজি পরীক্ষা স্থগিত পাশাপাশি আরও বেশ কয়েকটি বিষয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে আলোকপাত করার অনুরোধ জানাচ্ছে ‘ফাইমা’৷ নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে শ্রী ড: মনসুখ মান্ডাভিয়াকে আবেদন জানিয়ে সংস্থার পক্ষ থেকে লেখা হয়েছে যে, মাননীয় মন্ত্রী যেন নতুন মেডিকেল কলেজ খোলার ক্ষেত্রে থাকা সাধারণ সমস্যা গুলির বিষয়েও ভাবনা চিন্তা করেন৷
advertisement
advertisement
ডাক্তারদের এই সংস্থাটি আরও জানাচ্ছে যে যদি এই বছর মার্চের ৫ তারিখে NEET PG পরীক্ষা হয় তবে প্রায় ১০,০০০ প্রার্থী এই পরীক্ষায় বসতে পারবেন না৷ সুতরাং পরীক্ষা অন্তত ২ থেকে ৩ মাস পিছিয়ে দেওয়াই শ্রেয়৷
advertisement
একটি অফিসিয়াল নোটিসের মাধ্যমে ফাইমা জানিয়েছে যে গত বছর, অর্থাৎ ২০২২ সালের NEET PG -এর কাউন্সেলিং রাউন্ড এই বছরের জানুয়ারির ১০ তারিখে সম্পন্ন হয়েছে৷ সুতরাং এই বছর মার্চেই ২০২৩ সালের পরীক্ষা হলে ছাত্রছাত্রীদের কাছে পরীক্ষার প্রস্তুতি নেওয়ার জন্য পর্যাপ্ত সময় থাকছে না৷
তবে শুধুমাত্র ডাক্তারি ছাত্রদের সংস্থা ফাইমাই নয়, এই বছরের নিট পিজি পরীক্ষা স্থগিত করার জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে অনুরোধ জানিয়েছে ইউনাইটেড ডক্টরস্ ফ্রন্ট অ্যাসোসিয়েশন( UDFA), ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন(IMA), ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস্ অ্যাসোসিয়েশন(FORDA) -এর মতো বহু সংস্থা৷ এত স্বল্প সময়ে ছাত্রছাত্রীদের পক্ষে প্রস্তুতি নেওয়া প্রায় অসম্ভব বলেই মত সকল সংস্থাগুলির৷ সঙ্গে নিট পিজির পরীক্ষা এবং কাউন্সেলিংয়ের মধ্যে সময়ের এই বিপুল ব্যবধান নিয়ে চিন্তিত শিক্ষার্থীমহল৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
NEET PG 2023: NEET PG পরীক্ষা স্থগিত করার আবেদন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement