Jadavpur University admission : যাদবপুরে কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স, জানুন

Last Updated:

কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্টার ফর কাউন্সেলিং সার্ভিসেসে অ্যান্ড স্টাডিজ ইন সেল্ফ-ডেভলেপমেন্ট

কলকাতা:  কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্টার ফর কাউন্সেলিং সার্ভিসেসে অ্যান্ড স্টাডিজ ইন সেল্ফ-ডেভলেপমেন্ট৷ কোর্সের মেয়াদ ২ বছর৷ কোর্স শুরু হবে মার্চ মাসে৷
২ বছর মেয়াদের এই কোর্সে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬ ফেব্রুয়ারী, বিকেল সাড়ে ৫ চা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত৷
advertisement

আসনসংখ্যা, কোর্স ফি-সহ অন্যান্য তথ্য বিস্তারিত জেনে নিন

advertisement
আসনসংখ্যা৫০ টি আসন ৷ সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি এবং ও বি সি প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত হবে৷
কোর্স ফিজি এস টি-সহ ৩৫,৪০০ টাকা
শি‍ক্ষাগত যোগ্যতাযে কোনও শাখায় স্নাতক হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন এই কোর্সের জন্য
ক্লাসের সময়সোম, মঙ্গল এবং শুক্রবার বিকেল সাড়ে ৫ টাকা থেকে সাড়ে ৭টা পর্যন্ত
advertisement
আবেদন করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট jadavpuruniversity.in থেকেই আবেদনের ফর্ম সংগ্রহ করতে হবে৷ আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি৷ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা আবেদনপত্র পি ডি এফ ফর্ম্যাটে স্ক্যান করে ccssuju@gmail.com -এই আই.ডি-তে ই-মেইল করতে হবে৷
advertisement
কর্মক্ষেত্র থেকে ব্যক্তিজীবন, বর্তমানে যে শব্দটি সকলের জীবনের সঙ্গে ওতপ্রোতভবে জড়িয়ে গেছে তা হল ‘স্ট্রেস’ বা চাপ৷ এই বিশেষ কোর্সটির মূল উদ্দেশ্য জীবনের যেকোনও চাপ কীভবে সহজে সামলানো যায় তার প্রশিক্ষণ। ভবিষতে কর্মজীবনে এই কোর্স অত্যন্ত সহায়ক হবে অফিসের পরিবেশের খাপ খাওয়াতে সাহায্য করবে৷ সঙ্গে কনসালট্যান্ট হিসেবে অন্যদের সাহায্যও করতে পারবেন৷
বাংলা খবর/ খবর/শিক্ষা/
Jadavpur University admission : যাদবপুরে কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স, জানুন
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement