Jadavpur University admission : যাদবপুরে কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের স্নাতকোত্তর ডিপ্লোমা কোর্স, জানুন
- Published by:Ankita Tripathi
Last Updated:
কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্টার ফর কাউন্সেলিং সার্ভিসেসে অ্যান্ড স্টাডিজ ইন সেল্ফ-ডেভলেপমেন্ট
কলকাতা: কাউন্সেলিং অ্যান্ড স্ট্রেস ম্যানেজমেন্টের ডিপ্লোমা কোর্সে ভর্তি নিচ্ছে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সেন্টার ফর কাউন্সেলিং সার্ভিসেসে অ্যান্ড স্টাডিজ ইন সেল্ফ-ডেভলেপমেন্ট৷ কোর্সের মেয়াদ ২ বছর৷ কোর্স শুরু হবে মার্চ মাসে৷
২ বছর মেয়াদের এই কোর্সে প্রার্থী বাছাই করা হবে লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে৷ লিখিত পরীক্ষা নেওয়া হবে ৬ ফেব্রুয়ারী, বিকেল সাড়ে ৫ চা থেকে সাড়ে ৭ টা পর্যন্ত৷
advertisement
আসনসংখ্যা, কোর্স ফি-সহ অন্যান্য তথ্য বিস্তারিত জেনে নিন
advertisement
আসনসংখ্যা | ৫০ টি আসন ৷ সরকারি নিয়ম অনুযায়ী তফসিলি এবং ও বি সি প্রার্থীদের জন্য আসন সংরক্ষিত হবে৷ |
কোর্স ফি | জি এস টি-সহ ৩৫,৪০০ টাকা |
শিক্ষাগত যোগ্যতা | যে কোনও শাখায় স্নাতক হলেই প্রার্থীরা আবেদন করতে পারবেন এই কোর্সের জন্য |
ক্লাসের সময় | সোম, মঙ্গল এবং শুক্রবার বিকেল সাড়ে ৫ টাকা থেকে সাড়ে ৭টা পর্যন্ত |
advertisement
আবেদন করতে চাইলে বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইট jadavpuruniversity.in থেকেই আবেদনের ফর্ম সংগ্রহ করতে হবে৷ আবেদনের শেষ তারিখ ৩১ জানুয়ারি৷ সমস্ত প্রয়োজনীয় নথিপত্র-সহ পূরণ করা আবেদনপত্র পি ডি এফ ফর্ম্যাটে স্ক্যান করে ccssuju@gmail.com -এই আই.ডি-তে ই-মেইল করতে হবে৷
advertisement
কর্মক্ষেত্র থেকে ব্যক্তিজীবন, বর্তমানে যে শব্দটি সকলের জীবনের সঙ্গে ওতপ্রোতভবে জড়িয়ে গেছে তা হল ‘স্ট্রেস’ বা চাপ৷ এই বিশেষ কোর্সটির মূল উদ্দেশ্য জীবনের যেকোনও চাপ কীভবে সহজে সামলানো যায় তার প্রশিক্ষণ। ভবিষতে কর্মজীবনে এই কোর্স অত্যন্ত সহায়ক হবে অফিসের পরিবেশের খাপ খাওয়াতে সাহায্য করবে৷ সঙ্গে কনসালট্যান্ট হিসেবে অন্যদের সাহায্যও করতে পারবেন৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 24, 2023 6:33 PM IST