এই গাছগুলো ভুল করেও বাড়ির চারপাশে লাগাবেন না! সাপ ডেকে আনে, হয়ে উঠবে ‘নাগরাজের বাসা’!
বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন বিদ্যালয়ে সাইকোলজি বিষয়ে একজন শিক্ষক নিয়োগ করা হবে। Post Graduate শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৩জুন আবেদন জানানোর শেষ তারিখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রী এবং বিএড এ প্রশিক্ষণ থাকতে হবে। শুধু তাই নয়, ইংরেজি মাধ্যম বোর্ডগুলি থেকে পাস করে থাকলে অগ্রাধিকার মিলবে।
advertisement
একই নাম, একই নম্বর! দেশের ৩ স্টেশনে একসঙ্গে আসে ‘একটাই’ ট্রেন! কী ভাবে সম্ভব রেলের এই ‘ম্যাজিক’?
জানা গিয়েছে, আবেদনকারীকে ইংরেজিতে বলার সাবলীলতা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্ত ব্যক্তিকে, বিদ্যালয়ের নিয়ম মেনেই বেতন দেওয়া হবে। সহকারী শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাশাপাশি কাউন্সিলর পদে নিযুক্ত ব্যক্তিকে মেনে চলতে হবে বিদ্যালয়ের বিভিন্ন টার্মস।
আবেদনের জন্য বিদ্যাসাগর শিশু নিকেতনের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ করে ফটোকপি এবং বিভিন্ন তথ্য ও নথি একসঙ্গে করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দফতরে মুখবন্ধ খামে পাঠাতে হবে। ১৩জুন বিকেল তিনটে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তাই শিক্ষকতায় ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান।
রঞ্জন চন্দ