TRENDING:

শিক্ষকতার স্বপ্ন? স্কুলের চাকরি আপনার হাতের মুঠোয়! নাম করা এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ চলছে, এখনই আবেদন করুন!

Last Updated:

Teaching Job: শহরের অতি প্রাচীন বিদ্যাসাগর শিশু নিকেতন বিদ্যালয় পিজিটি শিক্ষক নিয়োগ। এখনই আবেদন জানান।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর: শিক্ষক হওয়ার স্বপ্ন? শিক্ষকতার সুযোগ রয়েছে মেদিনীপুর শহরের এক নামকরা ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে। সাইকোলজি বিষয়ে পোস্ট গ্রাজুয়েট টিচার নিয়োগ করতে চলেছে এই ইংরেজি মাধ্যম বিদ্যালয়টি। ইতিমধ্যেই পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের ওয়েবসাইটে বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সাইকোলজি বিষয়ে স্নাতকোত্ত ডিগ্রী এবং সঙ্গে বিএড প্রশিক্ষণ থাকলে আবেদন জানাতে পারবেন এই শিক্ষকতার জন্য। অফলাইন মাধ্যমে আবেদন জানাতে হবে এই শিক্ষকতার জন্য। একটিমাত্র পদে আবেদন নেওয়া হচ্ছে।
শিক্ষকতার স্বপ্ন? স্কুলের চাকরি আপনার হাতের মুঠোয়! নাম করা এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ চলছে, এখনই আবেদন করুন! ফাইল ছবি
শিক্ষকতার স্বপ্ন? স্কুলের চাকরি আপনার হাতের মুঠোয়! নাম করা এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ চলছে, এখনই আবেদন করুন! ফাইল ছবি
advertisement

ডাক্তার হওয়ার স্বপ্ন? MBBS লাগবে না! এই ৫টি ‘ইউনিক’ মেডিক্যাল কোর্স করলে চিকিৎসকের মতোই ‘মূল্য’ পাবেন

এই গাছগুলো ভুল করেও বাড়ির চারপাশে লাগাবেন না! সাপ ডেকে আনে, হয়ে উঠবে ‘নাগরাজের বাসা’!

বিজ্ঞপ্তি অনুযায়ী জানা গিয়েছে, মেদিনীপুর শহরের বিদ্যাসাগর শিশু নিকেতন বিদ্যালয়ে সাইকোলজি বিষয়ে একজন শিক্ষক নিয়োগ করা হবে। Post Graduate শিক্ষক নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। আগামী ১৩জুন আবেদন জানানোর শেষ তারিখ। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীকে সাইকোলজি বিষয়ে মাস্টার ডিগ্রী এবং বিএড এ প্রশিক্ষণ থাকতে হবে। শুধু তাই নয়, ইংরেজি মাধ্যম বোর্ডগুলি থেকে পাস করে থাকলে অগ্রাধিকার মিলবে।

advertisement

একই নাম, একই নম্বর! দেশের ৩ স্টেশনে একসঙ্গে আসে ‘একটাই’ ট্রেন! কী ভাবে সম্ভব রেলের এই ‘ম্যাজিক’?

জানা গিয়েছে, আবেদনকারীকে ইংরেজিতে বলার সাবলীলতা এবং ইংরেজি মাধ্যম বিদ্যালয়ে পড়ানোর অভিজ্ঞতা থাকা বাঞ্ছনীয়। নিযুক্ত ব্যক্তিকে, বিদ্যালয়ের নিয়ম মেনেই বেতন দেওয়া হবে। সহকারী শিক্ষক উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পাশাপাশি কাউন্সিলর পদে নিযুক্ত ব্যক্তিকে মেনে চলতে হবে বিদ্যালয়ের বিভিন্ন টার্মস।

advertisement

আবেদনের জন্য বিদ্যাসাগর শিশু নিকেতনের ওয়েবসাইট থেকে আবেদন পত্র ডাউনলোড করে তা পূরণ করে ফটোকপি এবং বিভিন্ন তথ্য ও নথি একসঙ্গে করে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দফতরে মুখবন্ধ খামে পাঠাতে হবে। ১৩জুন বিকেল তিনটে পর্যন্ত আবেদন গ্রহণ করা হবে। তাই শিক্ষকতায় ইচ্ছে থাকলে এখনই আবেদন জানান।

সেরা ভিডিও

আরও দেখুন
দশমীতে রাবণ বধ! ১০১'তম বছরে 'মিনি ইন্ডিয়া'য় জ্বলল লঙ্কাধীস
আরও দেখুন

রঞ্জন চন্দ

বাংলা খবর/ খবর/শিক্ষা/
শিক্ষকতার স্বপ্ন? স্কুলের চাকরি আপনার হাতের মুঠোয়! নাম করা এই বিদ্যালয়ে শিক্ষক নিয়োগ চলছে, এখনই আবেদন করুন!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল