Check : পশ্চিমবঙ্গ এইচএস ক্লাস 12 তম ফলাফল 2023
বর্ধমান শহরের বিবেকানন্দ কলেজ রোডের একটি আবাসনের বাসিন্দা শুভমের পরিবার। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে আর গান শুনতে ভালবাসে শুভম। তার কথায়, ‘খুব যে রুটিন করে পড়তাম এমনটা নয়। বরং যখন যখন ভাল লাগত তখনই পড়তাম। তবে টেক্সট বইটা খুব খুঁটিয়ে পড়তাম।’ শুভমের মা স্বপ্না ভাওয়াল রায়নার একটি স্কুলের বাংলার শিক্ষিকা, বাবা সমীর পাল বেসরকারি সংস্থার কর্মী।
advertisement
শুভম জানায়, বাংলাটা সে মায়ের কাছে পড়ত। বাকি সমস্ত বিষয়ের জন্য গৃহশিক্ষক ছিল। স্কুলের শিক্ষকরাও খুবই সাহায্য করেছে তাকে। যখনই কোনও বিষয়ে সাহায্যের দরকার হয়েছে, পাশে পেয়েছেন তাঁদের। ভবিষ্যতে ডাক্তার হতে চায় শুভম। তাই এখন উচ্চমাধ্যমিকের পাশাপাশি নিট পরীক্ষা দেওয়ার জন্য তৈরি হতে চায়। শুভম জানিয়েছে, ঘরে সে চার ঘণ্টা পড়ত তবে রাত জেগে পড়া বা ভোরে উঠে পড়তে বসা কোনওটাই সে করেনি। যখন ভাল লাগত তখনই পড়তো।
আরও পড়ুন মাধ্যমিকের ফলাফল প্রকাশিত, রেজাল্ট দেখুন News18 Bangla-র ওয়েবসাইটে
সিনেমা দেখায় তেমন টান না থাকলেও গান শুনতে খুব ভালবাসে শুভম। এ ছাড়া গোয়েন্দা গল্পের প্রতি তার আকর্ষণ ছোটবেলা থেকেই। তার প্রিয় খেলা ক্রিকেট। অবসর পেলে সে টিভিতে ক্রিকেট দেখে৷ তার প্রিয় ক্রিকেটার মহেন্দ্র সিং ধোনি।
শুভমের বক্তব্য কোনও পেশাই ছোট নয়। তবে ডাক্তার হয়ে মানুষের সেবা করার ইচ্ছা তার অনেকদিনের৷ সেই লক্ষ্যেই সে এগিয়ে যেতে চায়। আগামী দিনে যারা পরীক্ষার্থী তাদের উদ্দেশ্যে শুভম এর বক্তব্য, ‘পাঠ্য বই ভালভাবে খুঁটিয়ে পড়তে হবে। এর পর টেস্ট পেপার ফলো করতে হবে। নিয়মিত মক টেস্ট দিতে হবে। এতেই ভাল ফল করা সম্ভব।’